বাগেরহাটে পরিবেশ বান্ধব উন্নত চুলার ব্যবহার বৃদ্ধিতে স্কুল ক্যাম্পেইন

0
225

হেদায়েত হোসাইন লিটন ,বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাটে উন্নত চুলার ব্যবহার বৃদ্ধিতে সচেতনামূলক স্কুল ক্যাম্পেইন, বিতর্ক প্রতিযোগিতা, সনাতন ও উন্নত চুলায় রান্নার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার সদর উপজেলার কান্দাপাড়া নুরুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক, শিক্ষিকা, ছাত্র, ছাত্রী ও অভিভাবকদের নিয়ে বেসরকারী উন্নয়ন সংস্থা “সুপ্তি মহিলা উন্নয়ন সংস্থা’’ দিনব্যাপী ‘ক্যাম্পেইন’ এর আয়োজন করে। প্রাকটিক্যাল এ্যাকশন বাংলাদেশের পার্টনারশীপে ইউনিসেফের অর্থায়নে জনস্বাস্থ্য অধিদপ্তরের সহযোগিতায় ক্যাম্পেইন-এ ভিডিও শো, কুইজ প্রতিযোগিতা, রান্না প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এ্যাড. পারভীন আহমেদ। গোটাপাড়া ইউপি চেয়ারম্যান শেখ সমশের আলীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন নব নির্বাচিত সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, সুপ্তি মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ঝিমি মন্ডল, প্রধান শিক্ষক শেখ ইলিয়াস হোসাইন, সাংবাদিক আলী আকবর টুটুল, ইউপি সদস্য মুক্তা বেগম, প্রমুখ।

খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here