বাগেরহাটে পরবিার পরকিল্পনার সবোর মান শক্তশিালীকরণরে লক্ষ্যে পরার্মশ বষিয়ক র্কমশালা অনুষ্ঠতি

0
249

হেদায়েত হোসাইন লিটন বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাটে পরবিার পরকিল্পনার সবোর মান শক্তশিালীকরণরে লক্ষ্যে জলো ওয়াকিৎ গ্রুপ গঠন ও পরার্মশ বষিয়ক র্কমশালা অনুষ্ঠতি হযেছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় জলোর জলো পরবিার পরকিল্পনা র্কাযালয় মলিনায়তনে উন্নয়ন সংস্থা সুশীলনরে আয়োজনে “অ্যাডভকসেরি মাধ্যমে পরবিার পরকিল্পনার সবোর মান শক্তশিালীকরণ“ প্রকল্পরে আয়তায় অ্যাডভকসেি কমটিি গঠতি হয় ।
উপ-পরচিালক,পরবিার পরকিল্পনা মোঃ আব্দুল আলিম এর সভাপততিে উক্ত র্কমশালায় উপস্থতি হয়ছেলিনে সহকারী পরচিালক –সসিি পরবিার পরকিল্পনা র্কাযালয় স্বপন চক্রবর্তী ,জলো মহলিা বষিয়ক র্কমর্কতা মোসাঃ হাসনা হেনা, শহর সমাজ সবো র্কমর্কতা মোঃ মনিরুজ্জামান, বাগরেহাট প্রসেক্লাব এর সভাপতি আহাদ উদ্দিন হায়দার, উপজলো পরবিার পরকিল্পনা র্কমর্কতা মোঃ দিলদার হোসেন,মেডিকেল অফিসার ডাঃ আব্দুস সামাদ , র্সূযরে হাসরি ক্লনিকিাল ম্যানজোর আফসানা খাতুন, আস বাংলাদেশ এর নির্বাহী পরিচালক মোঃ কামরুজ্জামান সহ বভিন্নি র্পযায়রে ব্যক্তর্বিগ এবং সুশীলনরে র্কমর্কতা ।
উক্ত র্কমশালায় বাগরেহাট জলোর পরবিার পরকিল্পনার সবোর মান উন্নয়নরে উপর গুরুত্ব আরোপ করা হয়। জলো পরবিার পরকিল্পনা উপ-পরচিালক মহোদয় সুশীলন র্কতৃক গৃহীত প্রকল্পরে উপযোগতিা এবং র্কাযকারতিা ববিচেনা করে উপস্থতি সকলকে ঐকান্তকি ভাবে প্রকল্পরে উদ্দশ্যে বাস্তবায়ন ও পরবিার পরকিল্পনার সবোর মান উন্নয়নে এক সাথে কাজ করার আহবান জানান। উপস্থতি সকল সদস্য ঐক্যমত পোষণ করনে। তনিি বলনে এমন প্রকল্প বাংলাদশেরে সবত্র সঠকিভাবে বাস্তবায়ন হলে সরকাররে গৃহীত সহস্রাব্দ উন্নয়ন পরকিল্পনা বাস্তবায়নে সহায়ক ভূমকিা পালন করবে ।
খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here