বাগেরহাটে নানা আয়োজনে মহান মে দিবস পালিত

0
338

বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে মহান মে দিবস। এ উপলক্ষে মঙ্গলবার সকালে বাগেরহাট শহরের রেলরোডস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জেলা শ্রমিকলীগের উদ্যোগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও কালো ব্যাচ ধারণ করা হয়। পরে বিকালে রেলরোড বাদল চত্বর থেকে জেলা শ্রমিকলীগের উদ্যোগে পরিবহণ শ্রমিক, ইমারত নির্মাণ শ্রমিক, ভ্যান-রিকশা চালক শ্রমিকসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের অংশ গ্রহনে বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় রেলরোড এসে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। পরে জেলা শ্রমিকলীগের সভাপতি রেজাউর রহমান মন্টুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে সমাবেশে বক্তব্য রাখে, সমাজ কল্যান মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বাগেরহাট-৪ আসনের এমপি আলহাজ¦ ডাঃ মোজাম্মেল হোসেন। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ও পৌর মেয়র খান হাবিবুর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আক্তারুজ্জামান বাচ্চু, জেলা শ্রমিকলীগের সাধারন সম্পাদক খান আবু বক্কর সিদ্দিক প্রমুখ।

খবর ৭১/ ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here