বাগেরহাটে দূর্যোগ মোকাবেলায় ২৫ সেচ্ছাসেবকের প্রশিক্ষণ শুরু

0
201
btr

বাগেরহাট প্রতিনিধি
সুপার সাইক্লোন সিডর ও আইলা বিধ্বস্থ উপকূলীয় জেলা বাগেরহাটে যুব রেডক্রিসেন্ট ইউনিটের সেচ্ছাসেবকদের তিন দিন ব্যাপী দুর্যোগ মোকাবেলা বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে। রবিবার সকালে বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ‘দূর্যোগ ঝুঁকি হ্রাস প্রকল্পের’ আওতায় এ প্রশিক্ষণ কর্মশালায় বাগেরহাট ইউনিটের ডিজাস্টার রেসপন্স টিমের ২৫ জন সদস্য অংশ নিয়েছেন।প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসাবে রয়েছেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কোস্টাল ডিআরআর প্রকল্পের টেকনিক্যাল অফিসার মো. মামুনুর রশিদ, সহকারী প্রকল্প কর্মকর্তা আব্দুস সাত্তার মারুয়া, মোংলা সিপিপি সহকারী পরিচালক মো. আলমগীর হোসেন প্রমুখ।তিনদিন ব্যাপী এই প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষণার্থীরা দুর্যোগ, জলবায়ু পরিবর্তন ও অভিযোজন, বহুমাত্রিক আপদ ও করণীয়, দুর্যোগ ঝুঁকি হ্রাসে করণীয়, ঘূর্নিঝড়ের সংকেত ও স্বেচ্ছাসেবকদের করণীয়, স্বেচ্ছাসেবকদের আচরণবিধি, দুর্যোগে ত্রাণ ব্যবস্থাপনা, মাঠ পর্যায়ে সাড়া প্রদান অনুশীলন বিষয়ক ধারণা প্রদান করা হবে।
খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here