বাগেরহাটে জেলা বিএনপির ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

0
286

বাগেরহাট প্রতিনিধি.
বাগেরহাটে বিএনপির ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শনিবার সকালে দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন করা হয়। পরে সকাল ১১টায় শহরের সরুই দলীয় কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির সভাপতি এম এ সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন জেলা বিএনপির সিনিযর সহ সভাপতি এ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দিপু, বিএনপির সহ সভাপতি এ্যাডভোকেট আব্দুল হাই, সাধারন সম্পাদক আলী রেজা বাবু, যুগ্ন সাধারন সম্পাদক শেখ শাহেদ আলী রবি, সাংগঠনিক সম্পাদক মোজাফ্ফর রহমান আলম, বিএনপি নেতা এ্যাডভোকেট আব্দুল মান্নান, এস এম সাজ্জাদ হোসাইন, কচুয়া থানা সভাপতি আসাদুল ইসলাম পান্না, পৌর যুগ্ন সাধারন সম্পাদক অধ্যাপক ইসমাইল হোসেন, কৃসকদল নেতা আসাফুদ্দৌলা জুয়েল, সেচ্ছাসেবক দলের সভাপতি জাহিদুল ইসলাম শান্ত, মহিলা দলের সাধারন সম্পাদক অধ্যাপক শাহিদা আক্তার, জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক আলী সাদ্দাম আহম্মেদ দীপ, শ্রমিকদলের নেতা সরদার আতিয়ার হোসেন, সাইফুল ইসলাম, মোজাফ্ফর হোসেন মোজাম, তাপস কুমার রায়, আমিনুর শেখ সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের দলীয় নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন একজন আদর্শবান রাজনীতিবিদ। তার আদর্শে গড়া জাতীয়তাবাদী দল কখনোই কারো সাথে মাথা নতো করেনি। বর্তমান সরকার প্রতিটি নেতাকর্মী নামে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করছে। যতই অত্যাচার নির্যাতন করুক না কেন বর্তমান সরকারের সময় ফুরিয়ে এসেছে। বিএনপি ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয় মানুষ শান্তিতে বসাবস করে।
খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here