বাগেরহাটে ঘেরে বিষ দিয়েছে দুস্কৃতিকারীরা ১০লক্ষ টাকার ক্ষতি

0
326

বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়নের সুন্দরঘোনা গ্রামের খানজাহান আলী রাস্তার পাশে ৫ একরের একটি ঘেরে বিষ দিয়েছে । দুস্কৃতিকারীরা এতে ঘেরে চাষ কৃত রুই,কাতলা,বাগদা,গলদাসহ মারা যায় কয়েক হাজার মাছ । এতে আনুমানিক ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ভুক্তভোগীরা। ঘেরের মালিক ষাটগম্বুজ ইউনিয়নের সুন্দরঘোনা গ্রামের মৃত.বাশারত আলীর ছেলে মহাসীন কবির মোহন।
মৎস্য ঘেরের পাহারাদার ছোমোর উদ্দিন জানান,প্রতিদিনের ন্যায় রাতে আমি ঘেরে পাহারা দিচ্ছিলাম রাত আনুমানিক তিনটার দিকে দেখি ঘেরে থাকা মাছ ভাসছে ও ঘেরের পাশে চলে এসেছে। বিষের গন্ধ টেরপেলে আমার সন্দেহ হয় আমি দ্রুত মালিক পক্ষকে খবর দেই।
ঘেরের মালিক মহাসীন কবির মোহন জানান,রাতে ঘেরের পাহারাদার আমাকে ঘটনা জানালে আমি দ্রুত ঘেরে যাই এবং ঘেরে থাকা বাগদা,গলদা,রুই,কতলাসহ বিভিন্ন প্রকার মাছ প্রায় মৃত অবস্থায় নাড়া চাড়া করতে দেখি। আমি কোন উ
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব উদ্দিন বলেন,এ ব্যাপারে ভুক্তভোগীরা থানায় অভিযোগ করেছে। ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে । বিষয়টি তদন্ত পরবর্তি আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here