বাগেরহাটে গ্রাম আদালত বিষায়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

0
239
dav

বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাটের চিতলমারী উপজেলা প্রশাসনের আয়োজনে গ্রামের দরিদ্র, অসহায় ও প্রান্তিক জনগোষ্ঠী বিশেষ করে নারীদের মাঝে গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপি অবহিতকরন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে চিতলমারী উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ্যে স্থানীয় সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের অংশ গ্রহনে দিনব্যাপি এ কর্মশালা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সরকার, ইউরোপীয়ান ইউনিয়ন এবং ইউএনডিপি এর আর্থিক সহায়তায় পরিচালিত‘ বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্প এর আওতায় অনুষ্ঠিত এ কর্মশালায় সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠান (এনজিও) এর ৩৫ জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন। প্রধান অতিথি হিসাবে কর্মশালার উদ্বোধন করেন, চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ অবু সাইদ। এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, গ্রাম আদালত একটি সরকারী সেবা যা ইউনিয়ন পরিষদের মাধ্যমে প্রদান করা হয়ে থাকে। গ্রাম আদালতের এই সেবা সম্পর্কে না জানার কারণে গ্রামে অনেক ছোট খাটো ঘটনা ঘটলেও সাধারণ মানুষ তার প্রতিকার চাইতে থানা বা জেলা আদালতে আসেন যাতে অনেক সময় ও অর্থ ব্যয় হয়। আমরা সরকারী ও বেসরকারী উদ্যোগে বিভিন্ন বিষয়ে সচেতনতা মূলক কার্যক্রম বাস্তবায়ন করছি। ঐ সকল কার্যক্রমের সাথে যদি গ্রাম আদালতের সেবা সম্পর্কে সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তারা আলোচনা করেন তাহলে মানুষ এ বিষয়ে সচেতন হবে। কর্মশালায় গ্রাম আদালতের অগ্রগতি এবং গ্রাম আদালত আইন ও বিধিমালা সম্পর্কে ২টি সেসন উপস্থাপন করেন বাগেরহাট ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর মহিতোষ কুমার রায়।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here