বাগেরহাটে গ্রাম আদালতের ৯১৩ মামলা নিস্পত্তি

0
319

বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটে ‘গ্রাম আদালত’ প্রকল্পের চলমান কার্যক্রমের অগ্রগতি ও গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে ‘গনমাধ্যমের ভুমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস। স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ জহিরুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মামুন-উল হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট নার্গিস বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা আইসিটি) মো. শাহিন হোসেন, প্রেসক্লাবের সভাপতি আহাদ হায়দার, সাধারন সম্পাদক এ বাকী তালুকদার, ইউএনডিপির ষ্পেশালিষ্ট অর্পনা ঘোষ. ডিস্ট্রিক ফ্যাসিলিটেটর মহিতোষ কুমার রায় প্রমুখ।সভায় আয়োজকরা জানান, বাগেরহাট জেলার ৬টি উপজেলার ৪২ টি ইউনিয়ন পরিষদে ‘গ্রাম আদালত’ প্রকল্পের চলমান কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা কর হয়। এসব ইউনিয়ন পরিষদগুলোতে ১ হাজার ৫১ মামলার মধ্যে ৯১৩টি মামলা গ্রাম আদালতের মাধ্যমে নিস্পত্তি হয়েছে। এতে গ্রামের সাধারণ মানুষ অল্প সময়ে অল্প খরচে ন্যায় বিচার পেয়েছে। এসব মামলার মধ্যে জমি-জমা সংক্রান্ত, আর্থিক লেনদেনের বিষয়টি ছিল উল্লেখযোগ্য। তবে এ গ্রাম আদালতের মামলা নিস্পত্তি হওয়ায় বাদী এবং বিবাদী উভয়ই সন্তোষ প্রকাশ করেছেন। বক্তারা বলেন, সাধারন মানুষের কাছে গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করতে হবে। যাতে তারা সহজেই ন্যায় বিচারের জন্য গ্রাম আদালতে আসেন।

খবর ৭১/ ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here