বাগেরহাটে কর্মজীবী নারীর ক্ষমতায়নে সেমিনার

0
429

বাগেরহাট প্রতিনিধি ;
বাগেরহাটে কর্মজীবী নারীদের মর্যাদাপূর্ন জীবনযাত্রাসহ আর্থ-সামাজিক ক্ষমতায়ন বিষয়ে অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে বাগেরহাট প্রেসক্লাব অডিটোরিয়ামে কর্মজীবী নারী সংগঠন এই সেমিনার আয়োজন করে। বাগেরহাট পৌরসভার কাউন্সিলর তানিয়া খাতুনের সভাপতিত্বে সেমিনারে বাগেরহাট জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস, সিভিল সার্জন অরুন চন্দ্র মন্ডল, কর্মজীবী নারী সংগঠনের নির্বাহী পরিচালক রোকেয়া রফিক, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মোজাফফর হোসেন, বাগেরহাট প্রেসক্লাব সভাপতি আহাদ উদ্দিন হায়দার, পৌর কাউন্সিলর আসমা আজাদ, মিলন কুমার ব্যানার্জি বক্তব্য রাখেন।বক্তারা বলেন, নারী শ্রমিকরা প্রচন্ড অবহেলিত। তারা সামাজিক ভাবে হীনমন্যতায় ভোগে। তাদের আর্থ-সামাজিক মর্যাদা উন্নয়নের জন্য নারী কর্মজীবী সংগঠন কাজ করছেন। কর্মজীবী নারীদের সর্বক্ষেত্রে স্ব-স্ব জায়গা থেকে তাদেরকে মর্যাদা দেয়ার আহবান জানান বক্তারা। ইউরোপিয়ান কমিশনের অর্থায়নে এই সেমিনারে কর্মজীবী নারী, সাংবাদিক, আইনজীবী, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি পেশাজীবীরা অংশগ্রহন করেন।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here