বাগেরহাটে আন্তর্জাতিক ফায়ার ফাইটার্স ডে পালিত

0
238

বাগেরহাট প্রতিনিধি.
বাগেরহাটে আন্তর্জাতিক ফায়ার ফাইটার্স ডে ২০১৮ পালিত হয়েছে। শুক্রবার সকালে বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বাগেরহাট কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাগেরহাট ফায়ার ষ্টেশন কর্মকর্তা সঞ্জয় দেবনাথের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানজিল্লুর রহমান। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক ও সময় টিভির বাগেরহাট প্রতিনিধি আলী আকবর টুটুল, বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বাগেরহাট কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মো. মাসুদ সরদার ও সহানুর রহমান প্রমুখ।বক্তারা বলেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীরা জীবনের ঝুকিঁ নিয়ে উদ্ধার কাজে অংশ নেন।এই বাহিনীকে সহযোগিতার জন্য সকলের এগিয়ে আসতে হবে। ফায়ার সার্ভিস বাহিনী বর্তমান সরকারের আমলে আধুনিক উদ্ধার সরমঞ্জাম পেলেও তাদের জনবল বৃদ্ধি পায়নি। তাদের জনবল সংখ্যা বৃদ্ধি পেলে উদ্ধার কাজে আরও গতি ফিরবে।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here