বাগেরহাটে আওয়ামী লীগ নেতা ও সরকারি কৌশলীর নামে দুদকের মামলা সোহ

0
232

বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাটে আওয়ামী লীগ নেতা ও সরকারি ভিপি (ভেস্টেট প্রপার্টি) কৌশলী সরদার ইলিয়াসের বিরুদ্ধে মামলা করেছে দুর্ণীতি দমন কমিশন (দুদক)। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদক-এর সমন্বিত জেলা কর্য্যালয়ের সহকারি পরিচালক আমিনুর রহমান বাদী হয়ে বাগেরহাট সদর থানায় এ মামলা করেন।
সরদার ইলিয়াস বাগেরহাট জজ কোর্টের সরকারি ভিপি কৌশলী ও সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। রবিবার রাতে বাগেরহাট মডেল থানায় মামলা হলেও সোমবার দুপুরে সাংবাদিকদের জানান দুদুকের সহকারি পরিচালক আমিনুর রহমান। আমিনুর রহমান বলেন, ২০১৭ সালে ৬ জুলাই দুদকের সহকারি পরিচালক মোঃ মাহতাব উদ্দিন বাগেরহাট জজ কোর্টের সরকারি ভিপি কৌশলী ও আওয়ামী লীগ নেতা সরদার ইলিয়াসের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভুত সম্পদ অর্জন ও সম্পদ গোপনের অভিযোগে অনুসন্ধান শুরু করেন। অণুসন্ধানে ইলিয়াসের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভুত সম্পদ অর্জন ও সম্পদ গোপনের বিষয় জানা যায়। পরবর্তীতে প্রধান কার্যালয়ের নির্দেশে সরদার ইলয়াস তার সকল সম্পদের বিবরণ দাখিল করেন। দাখিলকৃত সম্পদ বিবরনিতে ২৬ লক্ষ ২৭ হাজার ৯‘শ ২০ টাকা জ্ঞাত আয় বহির্ভূত ও ৬লক্ষ ২৫ হাজার ৭‘শ ২০ টাকার সম্পদ গোপন করার প্রাথমিক সত্যতা পাওয়া যায়। পরে চলতি বছরের ১৮ জুলাই প্রধান কার্যালয়ের নির্দেশে দুদক আইন-২০০৪ এর ৩২৭ (১)ধারায় ১৯ আগস্ট রাতে বাগেরহাট মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এ ব্যাপারে সরদার ইলয়াস-এর সাথে যোগাযোগ করা হলে তিনি এ মামলা সম্পর্কে অবগত নন বলে জানান।
খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here