বাগেরহাটের ২টি শিক্ষা প্রতিষ্ঠানে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

0
378

হেদায়েত হোসাইন লিটন বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের কচুয়া উপজেলার গোয়ালমাঠ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। গোয়ালমাঠ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মন্ডল সমরেশ চন্দ্র এর সভাপতিত্বে অনুষ্ঠিত বিজ্ঞান মেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৬নং রাড়ীপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাসলিমা বেগম। বিশেষ অতিথি হিসাবে ছিলেন আস বাংলাদেশ এর প্রকল্প সমন্বয়কারী অপূর্ব কুমার বালা, সরদার শহিদুল ইসলাম সদস্য ম্যানেজিং কমিটি, নাসিমা বেগম সদস্য৬নং রাড়ীপাড়া ইউনিয়ন পরিষদ, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ আবুল হাশেম। এ সময় বক্তব্য রাখেন সহকারী শিক্ষক বরুন কান্তি পাল, মিন্টু কুমার সেন, হুসনেয়ারা খাতুন, বিজ্ঞান ক্লাবের সভাপতি সোহেলী আক্তার, আস বাংলাদেশ এর সহকারী প্রকল্প সমন্বয়কারী পুলক কুমার সাহা প্রমুখ। মেলায় ৫৫টি প্রজেক্ট স্থান পায়। মেলায় বিজ্ঞান বিষয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিজ্ঞান ক্লাবের পক্ষ থেকে ০৫ জন মেধাবী দরিদ্র ছাত্রীকে জ্যামিতি বক্স প্রদান করা হয়।
অপরদিকে দুপুর ০২টায় বাগেরহাটের বাসাবাটি মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়। প্রধান শিক্ষক মোসাঃ খুরশিদা রহমান জুঁই এর সভাপতিত্বে অনুষ্ঠিত বিজ্ঞান মেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আস বাংলাদেশ এর প্রকল্প সমন্বয়কারী অপূর্ব কুমার বালা, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আস বাংলাদেশ এর সহকারী প্রকল্প সমন্বয়কারী আনন্দ মোহন বৈদ্য, সহকারী প্রধান শিক্ষক কার্তিক চন্দ্র পাল, রেবতি রঞ্জন হালদার প্রমুখ। মেলায় ৩০ টি প্রজেক্ট স্থান পায়। মেলায় বিজ্ঞান বিষয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
আস বাংলাদেশ ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন এর সহযোগীতায় বাগেরহাটে ৩৮ টি মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান শিক্ষার উন্নয়নের কাজ চলছে।

খবর ৭১/ এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here