বাগেরহাটের শরণখোলায় গৃবধুকে হত্যার অভিযোগ পরিবারের

0
248

বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাটের শরণখোলায় হালিমা বেগম (১৯) নামে এক গৃহবধুকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। সোমবার (২২ অক্টোবর) রাতে স্বামী আল আমিন মুন্সি হালিমাকে মেরে হাসপাতালে রেখে পালিয়ে যায় বলে দাবি করেছেন হালিমার পরিবার।মঙ্গলবার (২৩ অক্টোবর) সকালে হালিমার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠিয়েছে শরণখোলা থানা পুলিশ।হালিমা শরণখোলা উপজেলার চালতাবুনিয়া গ্রামের আব্দুল হাই হাওলাদারের মেয়ে। হালিমার বড় ভাই মাসুম হাওলাদার জানান, ২০১৭ সালের মাঝামাঝি সময়ে পারিবারিকভাবে একই উপজেলার রাজৈর গ্রামের মজিদ মুন্সির ছেলে আল আমিন মুন্সির সাথে আমার বোন হালিমার বিয়ে হয়। বিয়ের পর থেকে আল আমিন আমার বোনকে বিভিন্নভাবে অত্যাচার এবং মারধর করত। সম্প্রতি আল আমিন চাকুরীর জন্য আমার বোনের কাছে টাকা চায়।এ ঘটনার জেরে গতকাল দিনভর আমার বোনকে মারধর করে স্বামী আল আমিন। পরে রাতে মৃত অবস্থায় শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে পালিয়ে যায়।আমরা খবর পেয়ে হাসপাতালে ছুটে যাই। আল আমিনের বাড়ি জানতে গেলে সেখানে কাউকে পাইনি। হালিমার মরদেহের ময়না তদন্ত শেষে আমরা আইনগত ব্যবস্থা গ্রহন করার কথা জানান মাসুম। শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)দিলিপ কুমার সরকার জানান, খবর পেয়ে হাসপাতাল থেকে হালিমার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। তবে হালিমার পরিবারের পক্ষ থেকে কেউ অভিযোগ দিলে আমরা তদন্ত স্বাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নিব।
খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here