বাগেরহাটকে ঘূর্নিঝড় ও দূর্যোগ সহনশীল করণে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

0
228

বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটে ঘূর্নিঝড় দূর্যোগ সহনশীল করণে অবহিতকরণ সভা অণুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা জাগ্রত যুব সংঘের (জেজেএস) আয়োজনে মোবিলাইজিং এন্ড অর্গানাইজিং হিউমেনিটারিয়ান অপারেশনস এন্ড রিক্স রিডাকশন এ্যাক্টিভিটিস ইন ডিজাষ্টার প্রণ কোষ্টাল এরিয়াস (মহড়া) প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস। জাগ্রত যুব সংঘের নির্বাহী পরিচালক এটিএম জাকির হোসাইনের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ জহিরুল ইসলাম, শাপলা নীড় উপমহাসচিব ইউকিকো ফুজিসাকি, জাইকা বাংলাদেশ অফিসের কর্মকর্তা চিকো ইয়াসহুদা, সাপলা নীড়ের প্রোগ্রাম অফিসার মোঃ আনিসুজ্জামান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বাগেরহাটের উপ-সহকারি পরিচালক সরদার মাসুদুর, রহমান,বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আহাদ উদ্দিন হায়দার, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আলী আকবর টুটুল, উদয়ন বাংলাদেশ-র নির্বাহী পরিচালক শেখ আসাদ প্রমুখ।
আয়োজকরা জানান, এ প্রকল্পের আওতায় জেলার শরণখোলা ও মোরেলগঞ্জ উপজেলায় ২০২০ সাল পর্যন্ত উপজেলা, ইউনিয়ন পরিষদের সদস্য, ঘূর্নিঝড় আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনা কমিটি, শিক্ষক-শিক্ষার্থী, ধর্মীয় নেতা ও এলাকাবাসীকে দূর্যোগ পূর্বাভাস ও দুযোগ পরবর্তী সময়ে করনীয় বিষয়ে প্রশিক্ষন দেয়া হবে। এছাড়াও দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে বিভিন্ন ধরণের সহায়ক উপকরণ প্রদান করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here