বাউফলে কোস্ট গার্ডের অভিযানে ৩০ হাজার মিটার কারেন্ট ও ৫ টি বাঁধা জাল জব্দ

0
395

খবর ৭১ঃ বাংলাদেশ মৎস্য অধিদপ্তরের জাটকা নিধন আভিযান ২০১৯ উপলক্ষে বাংলাদেশ কোস্ট গার্ড বাউফলে অভিযান চালিয়ে  আজ সোমবার ৩০ হাজার মিটার কারেন্ট জাল এবং ৫ টি বাঁধা জাল জব্দ করে। পরে আটক করা জালগুলো পুড়িয়ে দেয়া হয়।

বাংলাদেশ কোস্ট গার্ড এর এইচ পি বি বলেশ্বর এর ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাইদুল ইসলাম বলেন, বাউফলের বাঁশ বাড়িয়া, দশমিনা, হাজির হাট, চর অডেলবগি, চন্দ্র দীপ, ডালিমা এবং তৎসংলগ্ন এলাকা থেকে অভিযান চালিয়ে আনুমানিক ৩০ হাজার মিটার কারেন্ট জাল এবং ৫ টি বাঁধা জাল জব্দ করেন। বাউফলের উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুমতি সাপেক্ষে নিমদি লঞ্চ ঘাটে পোড়ানো হয়।
তিনি আরো বলেন, জাটকা রক্ষায় নিয়মিত অভিযান চলবে।

উল্লেখ্য, জাটকা রক্ষার অভিযানে গত শনিবারও বাউফলের বিভিন্নস্থান থেকে ৪০ হাজার কারেন্ট জাল ও ১০ হাজার মিটার মশারি জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here