বাউফলে ইউএনওর ওপর হামলা, ফাঁকা গুলি

0
387

খবর৭১ঃপটুয়াখালীর বাউফল উপজেলা ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) টহলরত ট্রলারে সোমবার রাতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে ইউএনওসহ তিনজন আহত হয়েছেন।

আহতরা হলেন- ইউএনও পিজুস চন্দ্র দে, ভূমি কার্যালয়ের জারিকারক মো. আশরাফ ও ইউএনওর কার্যালয়ের অফিস সহায়ক মো. আবদুল্লাহ।

জানা গেছে, তেঁতুলিয়া নদীতে অভয়াশ্রম বাস্তবায়নের লক্ষ্যে সোমবার সন্ধ্যার দিকে ইউএনও পিজুস চন্দ্র দের নেতৃত্বে ১১ সদস্যের একটি দল ট্রলারে বাউফল উপজেলা-সংলগ্ন তেঁতুলিয়া নদীতে অভিযান পরিচালনা করেন।

রাত সাড়ে ৭টার দিকে তেঁতুলিয়া নদীর চরওয়াডেলে এলাকার শেষ মাথায় পৌঁছালে তারা জেলেদের অবৈধভাবে মাছ ধরতে দেখতে পান।

জেলেরা প্রশাসনের উপস্থিতি টের পেয়ে নৌকা ও জাল ফেলে চলে যায়। পরবর্তীতে নদী থেকে বিপুল পরিমাণ কারেন্ট জাল ও বাঁধা জাল জব্দ করা হয়। এতে ক্ষুদ্ধ হয়ে ৫০-৬০ জনের একটি দল অতর্কিতে লাঠিসোটা নিয়ে ভ্রাম্যমাণ আদালতের ওই ট্রলারের ওপর হামলা চালায় এবং বৃষ্টির মতো ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে।

এতে ইউএনও পিজুস চন্দ্র দে, ভূমি কার্যালয়ের জারিকারক মো. আশরাফ ও ইউএনওর কার্যালয়ের অফিস সহায়ক মো. আবদুল্লাহ গুরুতর আহত হন। জীবন বাঁচাতে একপর্যায়ে ইউএনওর সঙ্গে থাকা পুলিশ ফাঁকা গুলি করে নিজেদের রক্ষা করে।

আহত আশরাফ ও আবদুল্লাহকে উদ্ধার করে রাত সাড়ে ৯টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ইউএনও পিজুস চন্দ্র দে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হঠাৎ আক্রমণে খুবই ভয়ানক অবস্থার সৃষ্টি হয়েছে। সৃষ্টিকর্তার ইচ্ছায় রক্ষা পেয়েছি। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

বাউফল থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, লিখিত অভিযোগ পাওয়ার পরে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here