বাইকচালকদের জন্য এসি হেলমেট!

0
594

খবর৭১:
দুর্ঘটনা থেকে রক্ষা পেতে সাধারণত হেলমেট ব্যবহার করা হয়। কিন্তু শুধু মাথা বাঁচানো নয়, এবার হেলমেটের সাহায্যে গরমের হাত থেকে রেহাই পাওয়া যাবে।

শুনতে অবাক লাগলেও ভারতের হায়দরাবাদের ২২ বছর বয়সী তিন যুবক এ হেলমেট তৈরি করছেন। যে হেলমেট মাথায় পরলে গরমকালে মিলবে ঠাণ্ডা হাওয়া। আর শীতকালে পাওয়া যাবে গরম হাওয়া। পেশায় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ওই তিন যুবকের নাম কৌস্তভ কৌন্দিনইয়া, শ্রীকান্ত কোম্মুলা ও আনন্দ কুমার।

২০১৬ সালে বাচুপল্লীর ভিএনআর ভিগানা জ্যোতি ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং এবং টেকনোলজি এ তিনজন পাস করেছিলেন। এর পরই তারা এসি হেলমেট তৈরিতে মন দেন।

ইতিমধ্যে ইন্ডাস্ট্রিয়াল এসি হেলমেট তারা তৈরি করেও ফেলেছেন। এখন তাদের লক্ষ্য বাইকচালকদের জন্য সে রকমই একটি হেলমেট তৈরি করা।

ভারতীয় নৌবাহিনী ও টাটা মোটরস এই ইন্ডাস্ট্রিয়াল হেলমেট কেনার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন।

কৌস্তভ কৌন্দিনইয়া জানিয়েছেন, খুব শিগগিরই হেলমেট তৈরির কাজ শুরু হতে চলেছে। প্রতি মাসে প্রায় এক হাজার হেলমেট তৈরি করা যাবে।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here