বাংলার সোঁনালী আঁশ পাট ব্যাপক হারে চাষ করা প্রয়োজন —অলিউর রহমান চৌধুরী বকুল

0
284

ছাতক প্রতিনিধিঃ
ছাতকে জাতীয় পাট দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে বের করা হয় এক বর্নাঢ্য র‌্যালী। র‌্যালী শেষে উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাছির উল্লাহ খানের সভাপতিত্বে ও সমবায় কর্মকর্তা বিজিত রঞ্জন করের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সহকারী কমিশিনার(ভুমি) সোনিয়া সুলতানা, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক আবরু মিয়া তালুকদার, কৃষি কর্মকর্তা কেএম বদরুল হক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায়, রিসোর্স সেন্টারের ইন্সট্রাকটর মোস্তফা আহসান হাবিব, ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর রশিদ। বক্তব্য রাখেন, এনামুল হক শামীম প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল বলেন, পাট আমাদের সোঁনালী আঁশ ও জাতীয় সম্পদ। যুগ-যুগান্তর ধরে পাঠ ও পাঠজাত দ্রব্য বিদেশে রপ্তানী করে এ দেশ বৈদেশিক মুদ্রা অর্জন করে আসছে। পাট গাছের কচি পাতা(নালিতা) বাঙ্গালীদের শাক জাতীয় অত্যন্ত প্রিয় খাবার। চৈত্র-বৈশাখ মাসে বাঙ্গালী পরিবারের ঘরে-ঘরে নালিতা শাক খাওয়ার প্রচলন এখনো বিদ্যমান। আমাদের সোঁনালী আঁশকে বাঁচিয়ে রাখতে হলে ব্যাপক হারে পাটের চাষ করা প্রয়োজন। পাশাপাশি নিষিদ্ধ পলিথিন ত্যাগ করে পাটজাত ব্যাগ ব্যবহারে আগ্রহী হয়ে উঠতে হবে। এতে জাতীয় অর্থনীতি আরো সমৃদ্ধ হবে। অন্যতায় পলিথিন ব্যবহারে ভবিষ্যত প্রজন্মকে মারাত্মক পরিবেশ বিপর্যয়ের মুখোমুখি হতে হবে।
খবর ৭১/ এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here