বাংলার মাটিতে জননেত্রী শেখ হাসিনা মানুষের কল্যাণে কাজ করে, নড়াইল-১ আসনের সংসদ সদস্য কবিরুল হক মুক্তি

0
343

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ, বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতান, ঔপন্যাসিক নীহার রঞ্জন গুপ্ত, সেতারবাদক রবি শংকর, উদয় শংকর, জারি সম্রাট মোসলেম উদ্দিন, কবিয়াল বিজয় সরকার, রাজনীতিবিদ এখলাছ উদ্দিন আহম্মেদ, ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজাসহ অনেক গুণীজনের জন্মস্থান। স্বাধীনতাযুদ্ধেও নড়াইলের অনেক অবদান রয়েছে। তাই নড়াইলের মাটিতে স্বাধীনতা বিরোধীরা কখনই মাথাচাড়া দিতে উঠতে পারেনি; ভবিষ্যতেও পারবে না।
মধুমতি ব্যাংক লিমিটেড নড়াইলের কালিয়া শাখার উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি নড়াইল-১ আসনের সংসদ সদস্য কবিরুল হক মুক্তি বলেছেন, নড়াইল খাদ্যে স্বয়ংসম্পূর্ণ একটি জেলা। ধানসহ এখানকার বিভিন্ন কৃষিপণ্য জেলার খাদ্য চাহিদা মিটিয়ে অন্য জেলায় সরবরাহ করা হয়। তাই মধুমতি ব্যাংক লেনদেনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে বিশ্বাস করি।
সোমবার (৩০ জুলাই) দুপুরে কালিয়া উপজেলা গোডাউন চত্বরে ফিতা কেটে ব্যাংকের ৩২ তম শাখার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
সংসদ সদস্য কবিরুল হক মুক্তি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। সবক্ষেত্রে সাফল্য দেখিয়েছে চলেছে। পদ্মাসেতু নির্মাণ কাজ শেষ হলে নড়াইল তথা এ অ লের মানুষের যোগাযোগের ক্ষেত্রে সহজ হবে। আমরা দুই থেকে আড়াই ঘণ্টায় ঢাকা পৌঁছাতে পারব। এক্ষেত্রে কৃষিপণ্য পরিবহন সহজ হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মধুমতি ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হুমায়ুন কবির, ব্যাংকের কার্যনির্বাহী কমিটির চেয়ারম্যান ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এমপি, নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম, সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী হাসান, ব্যাংকের ভাইস চেয়ারম্যান শেখ সালাহ্উদ্দিন, ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মোস্তফা কামাল, কালিয়া পৌরসভার মেয়র মুশফিকুর রহমান লিটন, নড়াইল চেম্বার অফ কমার্সের সভাপতি হাসানুজ্জামান, জেলা যুবলীগের আহবায়ক ওয়াহিদুজ্জামান, শেখহাটি ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান বুলবুল আহমেদ, কলোড়া ইউপি চেয়ারম্যান আব্বাস আলী সরদার, চাঁচুড়ি ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম হিরক, বিছালী ইউপি চেয়ারম্যান এম আনিসুল ইসলাম, পাঁচগ্রাম ইউপি চেয়ারম্যান জহুরুল হক, বাবরা-হাচলা ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হোসেন পিকুল, বাঐসোনা ইউপি চেয়ারম্যান শাহ মো. ফোরকান মোল্যা। গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন, মো.শাহীদুল ইসলাম শাহী নড়াইল প্রতিনিধি, নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়, সাধারণ সম্পাদক মোঃ হিমেল মোল্যা, নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সকল সদস্যবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
ব্যাংকের কার্যনির্বাহী কমিটির চেয়ারম্যান ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। সড়ক, সেতু, রেল যোগাযোগ, মৎস্য, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, ব্যাকিংখাতসহ সবক্ষেত্রে উন্নয়ন হয়েছে। আগামিতে ক্ষমতায় আসলে আরো উন্নয়ন হবে। দেশের অগ্রযাত্রা রুখতে কেউ পারবে না। বিএনপি, জামায়াতসহ কূচক্রীমহল যতই ষড়যন্ত্র করুক না কেন, তাদের স্থান বাংলার মাটিতে হবে না। শেখের বেটিকে কেউ দাবায়ে রাখতে পারবে না।
জননেত্রী শেখ হাসিনা মানুষের কল্যাণে কাজ করেন, যা কিছু ভালো; তা করে সবাইকে দেখিয়ে দেন। এদিকে, দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় মধুমতি ব্যাংক বিভিন্ন পেশার মানুষকে সেবা দিয়ে যাচ্ছে। ভবিষ্যতে মধুমতি ব্যাংকের এ সেবা মানুষের দৌড়গোড়ায় পৌঁছে দেয়া হবে।
খবর ৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here