বাংলাদেশ যুব গেমসের খুলনা বিভাগের ভারোত্তোলন প্রতিযোগীতা শুরু

0
312

বাগেরহাট প্রতিনিধি:
বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিযেশনের আযোজনে ‘বাংলাদেশ যুব গেমস্-২০১৮’ উপলক্ষে খুলনা বিভাগের ভারোত্তোলন প্রতিযোগীতা শুরু হয়েছে। শুক্রবার সকালে বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এ ভারোত্তোলন প্রতিযোগীতা বাগেরহাটের শ্রীঘাটে বিভাগীয় শারীরিক শিক্ষা কলেজ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়।
প্রতিযোগীতার উদ্বোধনী পর্বে বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সরদার সেলিম আহমেদ, বাংলাদেশ ভারোত্তোল ফেডারেশনের যুগ্ম সম্পাদক শাহাজালাল মুকুল, ক্রীড়াবিদ আলহাজ আজাদ আবুল কালাম, শরীফ আলমগীর হোসেন, আবুল কালাম, জয়দেব দাস প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রতিযোগীতায় খুলনা বিভাগের বিভিন্ন জেলা থেকে আগতরা প্রতিযোগিতায় অংশ নেন। এর মধ্যে ৫৬ কেজি ওজনে ১ম স্থান নড়াইল জেলার ইমাম শিকদার, ২য় বাগেরহাট জেলার মো: জাকারিয়া, ৫০ কেজি ওজনে ১ম স্থান নড়াইল জেলার আশিকুর রহমান, ২য় বাগেরহাটের মনিরুল ইসলাম। এ প্রতিযোগীতার মধ্য দিয়ে ১০ জন ছেলে ও ১০ জন মেয়েকে বাছাই করে জাতীয় পর্যায়ের প্রতিযোগীতায় পাঠানো হবে বলে আয়োজকরা জানান।

খবর ৭১/ এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here