বাংলাদেশ-ভারতের সম্পর্ক মানুষে মানুষে গড়ে উঠেছে

0
238

খবর ৭১:ভারতের পররাষ্ট্র সচিব বিজয় কেশব গোখলে বলেছেন, বাংলাদেশ-ভারত সম্পর্কে হৃদয়ের বন্ধন, যুগ-যুগের। এ সম্পর্কের এখন স্বর্ণযুগ চলছে। দুদেশের সম্পর্ক শুধু দুটি দেশের মধ্যে সীমাবন্ধ নয়, মানুষে মানুষে এ সম্পর্ক গড়ে উঠেছে। ভারত-বাংলাদেশের মধ্যে যে চুক্তি বা সিদ্ধান্ত হয়েছে তাতে দু’দেশ সমানভাবে লাভবান।

সোমবার বিকালে হোটেলে সোনারগাঁওয়ে ইন্সটিটিউট অব পলিসি, অ্যাডভোকেসি অ্যান্ড গভর্নেন্সের (আইপিএজি) উদ্যোগে বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ভারতের পররাষ্ট্র সচিব বলেন, রোহিঙ্গা সংকটে সহযোগিতা করতে দ্বিতীয় ধাপে রিলিফ দিতে যাচ্ছে ভারত। বাংলাদেশের পাশে ভারত সব সময় থাকবে, অতীতেও থেকেছে। উন্নয়নশীল দেশের যোগ্যতা অর্জনে উত্তরণকে স্বাগত জানিয়ে তিনি বলেন, বিশ্ব অর্থনীতিতে দক্ষিণ এশিয়ার উন্নয়নে বাংলাদেশকে ভারত অন্যতম ইঞ্জিন মনে করে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী বলেন, বাংলাদেশ-ভারতের মধ্যে চমৎকার বন্ধুর সম্পর্ক রয়েছে। দুদেশের মানুষের মধ্যে ভালোবাসা, ভালোবাসার বিনিময় রয়েছে। একে অপরের আত্মীয়।

তিনি বলেন, বাংলাদেশ-ভারত সম্পর্ক অবিচ্ছেদ্য ঐতিহাসিক সহযোগিতায় গড়ে উঠেছে। দু’দেশের প্রায় সব বিষয় সমাধান হয়ে গেছে। এখন শুধু এগিয়ে চলা। আমাদের সম্পর্ক দক্ষিণ এশিয়ায় কীভাবে আরও বিস্তার করা যায় তা নিয়ে কাজ করতে হবে।

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা বলেন, ভারত বাংলাদেশের মধ্যে যে সম্পর্ক তা অনেক গভীর। আমাদের পররাষ্ট্র সচিব হিসেবে কেশব গোখলের বাংলাদেশে প্রথম সফর এটি। এই সফর এমন সময় ঘটছে যখন গত কয়েক বছরে যে সম্পর্ক গড়ে উঠেছে তা ঝালাই করার সঙ্গে সঙ্গে আগামীর চলার পথের ভবিষ্যৎ নির্ধারণ করবে। এ সফর উন্নয়নের সফর, ভালোবাসার। বন্ধনের।

ভারতের নতুন পররাষ্ট্র সচিব বিজয় কেশব গোখলে রোববার বিকালে তিন দিনের সফরে ঢাকায় আসেন। মঙ্গলবার সকালে তিনি ঢাকা ছাড়বেন।

খবর ৭১/ এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here