বাংলাদেশ ব্যাংক এমপ্লয়ীজ এসোসিয়েশনের উদ্যোগে গণভোজ

0
523

খবর৭১ঃ
বাংলাদেশ ব্যাংক, সিলেট-এর মহাব্যবস্থাপক মো. সাজ্জাদ হোসেন বলেছেন, বঙ্গবন্ধু বাঙ্গালি জাতির জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। যিনি তার সারাজীবন মানুষের কল্যাণে নিবেদিত করে গেছেন। বাংলাদেশের স্বাধীনতা অর্জনে তাঁর অবদান ইতিহাসে চির অমর হয়ে থাকবে। তাঁেক মূল্যায়ন করার মাধ্যমে বাঙ্গালি জাতি উন্নতির চরম শিখরে পৌঁছতে পারবে।
বাংলাদেশ ব্যাংক এমপ্লয়ীজ এসোসিয়েশন (সিবিএ)-এর উদ্যোগে জাতীয় শোক দিবস ও শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মাসব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে গণভোজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
গতকাল বুধবার (২৯ আগস্ট) সকালে শিবগঞ্জের সোনারপাড়াস্থ রাহমানিয়া হাফিজিয়া মাদরাসায় এই গণভোজ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশ ব্যাংক নীল দলের সাধারণ সম্পাদক বিপ্লব চন্দ্র দত্তের সঞ্চালনায় গণভোজ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বাংলাদেশ ব্যাংক, সিলেট-এর উপমহাব্যবস্থাপক শান্তনু কুমার রায়, ছৈয়দ আহমদ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক ওয়েলফেয়ার কাউন্সিলের সভাপতি ও যুগ্ম পরিচালক মো. মতিউর রহমান সরকার, বাংলাদেশ ব্যাংক ক্লাবের সহ সভাপতি সতীশ চন্দ্র দাশ, সিবিএ কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক মো. আসাদ উদ্দিন, সিবিএ আঞ্চলিক কমিটির সভাপতি মো. মোফাখখারুল ইসলাম, সিবিএ কার্যকরী সভাপতি মো. আব্দুল ওয়াহিদ, সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ মো. আলমগীর, সহ সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, সুলতান আহমদ, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান, রহমানিয়া হাফিজিয়া মাদরাসার মুহতামিম হাফিজু মো. আব্দুল কাইয়ুম, শিক্ষক হাফিজ মাওলানা দেলোয়ার হোসেন। এছাড়া এসময় বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন স্তরের কর্মকর্তা, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দসহ মাদরাসার অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের প্রধান অতিথি মাদরাসার শিশুদের হাতে গণভোজ অনুষ্ঠানের খাবার তুলে দেন। অনুষ্ঠানে উপস্থিত সবাই এসময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ১৫ আগস্ট শাহাদাতবরণকারীদের আত্মার মাগফেরাত কামনা করেন।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here