বাংলাদেশ নিম্ন মধ্য আয়ের দেশের স্বীকৃতি পাওয়ায় দুপচাঁচিয়ায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে উদযাপিত

0
241

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ
নিম্ন আয়ের দেশ থেকে নিম্ন মধ্য আয়ের দেশে বাংলাদেশের উত্তরণের যোগ্যতা অর্জনের ঐতিহাসিক সাফল্য উদযাপন উপলক্ষ্যে দুপচাঁচিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা, গ্রাম বাঙলার ঐতিহ্য লাঠি খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিন করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও শাহেদ পারভেজের সভাপতিত্বে ও সাবেক ব্যাংকার আজিজুল হকের পরিচালনায় এক আলোচনা সভায় বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ(ওসি) আব্দুর রাজ্জাক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সখিনা বেগম, উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব মিজানুর রহমান খান সেলিম, সাধারণ সম্পাদক আলহাজ্ব ফজলুল হক প্রমুখ। এসময় উপজেলা চেয়ারম্যান আব্দুল গনি মন্ডল, ভাইস চেয়ারম্যান মোত্তালেব হোসেন মিন্টু সহ বীরমুক্তিযোদ্ধা, বাংলাদেশ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, উপজেলার সকল সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, সাংবাদিক, অধ্যক্ষ, শিক্ষক, শিক্ষার্থী, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ চত্বরে লাঠি খেলা ও বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এছাড়াও উপজেলার সকল সরকারি দপ্তর নিজ নিজ উদ্যোগে সেবা সপ্তাহ পালন করছেন।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here