বাংলাদেশ দলের জার্সি পরিবর্তনে ঘোষণা, আইসিসি’র অনুমোদন

0
265

খবর৭১ঃ ভক্তদের আলোচনা-সমালোচনার মুখে বাংলাদেশ দলের জার্সি পরিবর্তনে ঘোষণা দিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। এবার জার্সি পরিবর্তনের অনুমোদন দিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ।

বিষয়টি নিশ্চিত করেছেন খোদ বিসিবি বস পাপন। তিনি বলেছেন, বাংলাদেশের জার্সিতে লাল রং যুক্ত হচ্ছে। আর বিষয়টি অনুমোদন দিয়েছে আইসিসি।

এদিকে গতকাল সোমবার (২৯ এপ্রিল) বাংলাদেশ দলের অফিসিয়াল জার্সি উন্মোচন করা হয়। জার্সির ছবি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে প্রচারিত হতেই ক্ষোভে ফেটে পড়ে ক্রিকেট ভক্তরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে চলে তুমুল সমালোচনা।

পরবর্তীতে সমালোচনার জার্সি পরিবর্তনের সিদ্ধান্ত নেয় বিসিবি। এরই মধ্যে একটি ডিজাইন দেখাও গেছে। ছবিতে দেখা যায় বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসের মুঠৌ ফোনে জার্সির নতুন ডিজাইনটি। যেখানে যুক্ত করা হয়েছে লাল রঙও।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here