বাংলাদেশ এয়ারলাইন্সে যুক্ত হচ্ছে ৩টি ড্যাশ-৮

0
306

খবর ৭১ঃবাংলাদেশ এয়ারলাইন্সে যুক্ত হচ্ছে কানাডার ‘বোম্বার্ডিয়ার ইঙ্ক’-এর তৈরি ৩টি ড্যাশ-৮ বিমান।

বুধবার সকালে প্লেন কেনার চুক্তি স্বাক্ষর করেছে বিমান ও পর্যটন মন্ত্রণালয়।

এ সময় প্রধান অতিথি ছিলেন বিমান ও পর্যটনমন্ত্রী একেএম শাহজাহান কামাল। কানাডার পক্ষে ছিলেন সে দেশের হাইকমিশনার বিনোদ প্রিফনতেন। এছাড়া মন্ত্রণালয়ের সচিব মুহিবুল হক উপস্থিত ছিলেন।

ক্রয় চুক্তিতে স্বাক্ষর করেন বাংলাদেশ বিমানের এমডি মোসাদ্দেক হোসেন ও কানাডিয়ান কমার্শিয়াল কর্পোরেশনের অ্যাক্টিং প্রেসিডেন্ট কার্ল মার্কুইয়িটি।

জানা যায়, ২০২০ সালের জুনের মধ্যে প্লেন তিনটি বিমানের বহরে যোগ হবে। জি টু জি চুক্তির মাধ্যমে প্লেনগুলো সরবরাহ করবে কানাডা সরকার। আভ্যন্তরীণ রুটসহ ইয়াঙ্গুন, কলকাতার মতো রুটে এগুলো চলবে। প্রতিটি প্লেনের ভিত্তি মূল্য ধরা হয়েছে ৩৩ দশমিক ৪ মিলিয়ন ডলার।
খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here