বাংলাদেশ উন্নয়নশীল দেশের স্বীকৃতি অর্জন করায় ছাতকে আনন্দ শোভাযাত্রা

0
261

হাবিবুর রহমান নাসির, ছাতক সুনামগঞ্জ :
বাংলাদেশ উন্নয়নশীল দেশের স্বীকৃতি অর্জন করায় ছাতকে উপজেলা প্রশাসনের উদ্যোগে আনন্দ র‌্যালী ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। স্বল্পোন্নত দেশ হতে নিু মধ্যআয়ের দেশে উত্তরনের সাফল্য উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার সকালে উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাছির উল্লাহ খানের নেতৃত্বে শহরে আনন্দ শোভাযাত্রা অনুষ্টিত হয়। শোভাযাত্রা শেষে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাছির উল্লাহ খানের সভাপতিত্বে অনুষ্টিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভূমি) সোনিয়া সুলতানা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায়, ওসি আতিকুর রহমান, পরিসংখ্যান কর্মকর্তা মনিরুজ্জামান খান, ইউআরসি ইন্সটাক্টর মোস্তফা আহসান হাবিব, সমবায় কর্মকর্তা বিজিত কর, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক আবরু মিয়া তালুকদার, যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আব্দুস সামাদ, মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা প্রমূখ। শোভাযাত্রায় উপজেলা ভূমি অফিস, সমবায় বিভাগ, বিদ্যুৎ বিভাগ, সুর্যের হাসি ক্লিনিক, একটি বাড়ি একটি খামার, টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, এসপিপিএম উচ্চ বিদ্যালয়, চন্দ্রনাথ বালিকা বিদ্যালয়, বাগবাড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় নিজ-নিজ ব্যানারে অংশ গ্রহন করে।এদিকে ছাতক ডিগ্রী কলেজ, ছাতক বহুমুখি মডেল হাইস্কুল পৃথক ভাবে আলোচনা সভা ও আনন্দ শোভাযাত্রা করেছে। উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের উদ্যোগে পৃথক আনন্দ শোভাযাত্রা অনুষ্টিত হয়েছে। এদিকে দুপুরে উপজেলা অডিটোরিয়ামে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার পুরষ্কার বিতরনী সভা অনুষ্টিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাছির উল্লাহ খানের সভাপতিত্বে অনুষ্টিত পুরষ্কার বিতরনী সভায় মেলায় অংশ গ্রহনকারী সিনিয়র গ্র“প স্টলের গোবিন্দগঞ্জ ডিগ্রী কলেজ, ছাতক টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, জনতা মহাবিদ্যালয় ও জুনিয়র গ্র“প স্টলের এসপিপিএম উচ্চ বিদ্যালয়, চন্দ্রনাথ বালিকা বিদ্যালয় ও ছাতক সিমেন্ট কারখানা উচ্চ বিদ্যালয় দলকে পুরষ্কার প্রদান করা হয়। পরে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে সহকারী কমিশনার (ভূমি) সোনিয়া সুলতানার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্টিত হয়। ##

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here