বাংলাদেশে ৬ ঘণ্টা অবস্থান করবে ‘ফণী’

0
258

খবর ৭১ঃ বাংলাদেশে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘ফণী’। শনিবার ভোর ৬টার দিকে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চল সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকে পড়ে ঘূর্ণিঝড়টি।
বর্তমানে এটি সাতক্ষীরা, যশোর ও খুলনায় অবস্থান করছে। ঘণ্টায় ২৬ কিলোমিটার বেগে অগ্রসর যাচ্ছে রাজশাহীর দিকে। এই মুহূর্তে বাতাসের গতিবেগ আছে ৬২ থেকে ৮৮ কিলোমিটার পর্যন্ত।
আবহাওয়া অফিস জানিয়েছে, প্রায় ৬ ঘণ্টা বাংলাদেশের ভূখণ্ডে অবস্থান করবে ‘ফণী’। এরপর এটি দুর্বল হয়ে লঘুচাপে পর্যবসিত হবে।
ঘূর্ণিঝড়ের প্রভাবে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ও ঝড়ো হাওয়া বইছে। উত্তাল রয়েছে সাগর।
বৈরি আবহাওয়ায় নদী পথে সব ধরণের নৌ যান চলাচল বন্ধ রয়েছে। ‘ফণী’র কারণে এখনও মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৭ নম্বর সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একই সতর্কতা জারি রয়েছে ভোলা, বরগুনা, পটুয়াখালী, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা এবং এসব জেলা সংলগ্ন চরাঞ্চলে।

চট্টগ্রাম বন্দরে এখনও ৬ নম্বর বিপদ সংকেত বিরাজ করছে। এই সতর্কতা দেখাতে বলা হয়েছে, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর এবং আশপাশের চরগুলোতে।
আর কক্সবাজার বন্দরকে আগের মতোই ৪ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here