বাংলাদেশে প্রায় ১০০ কিঃ গতিবেগে আঘাত হানবে ফণী

0
296

খবর৭১ঃ কয়েক ঘণ্টার মধ্যেই শক্তিশালী ঘূর্ণিঝড় ফণী বাংলাদেশে আঘাত হানবে। তবে এর তীব্রতা হবে ভারতের চেয়ে প্রায় অর্ধেক। আবহাওয়া অধিদফতর এ তথ্য জানিয়েছে।

শুক্রবার (৩ মে) আবহাওয়া অধিদফতরের পরিচালক শামছুদ্দীন আহমেদ জানান, ওড়িশা রাজ্যে ২০০ কিলোমিটার গতিবেগে ছোবল মারা ফণী দুর্বল হয়ে বাংলাদেশে আসবে ৮০ থেকে ১০০ কিলোমিটার গতিবেগ নিয়ে।
আবহাওয়া অধিদফতরের পরিচালক আরও জানান, সন্ধ্যার দিকে বাংলাদেশে ফণী আছড়ে পড়বে। এর প্রভাব থাকতে পারে দুইদিন। এর প্রভাবে আজ-কাল দিনভর বৃষ্টি থাকবে।
প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় ফণী সকাল (৩ মে) ৯টার দিকে ভারতের ওড়িশা রাজ্যে আঘাত হেনেছে। ওড়িশা থেকে এটি পশ্চিমবঙ্গের দিকে এগোবে। পশ্চিমবঙ্গে আঘাত হানার পর এটি আছড়ে পড়বে বাংলাদেশ। এই ঘূর্ণিঝড়ে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে।
খবর৭১ /জি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here