বাংলাদেশে আসছেন ইউএনএফপিএর নির্বাহী পরিচালক নাতালিয়া কানেম

0
569

খবর৭১:বাংলাদেশ সফরে আসছেন জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) নির্বাহী পরিচালক নাতালিয়া কানেম। চারদিনের এ সফরে আজ (২১ মে, সোমবার) ঢাকায় আসবেন তিনি। সংস্থাটির প্রধান হিসেবে এবারই প্রথম বাংলাদেশে আসছেন কানেম।

সংক্ষিপ্ত এ সফরে কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমীন চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। ইউএনএফপিএর বাংলাদেশ কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বলা হয়েছে, ইন্টারন্যাশনাল কনফারেন্স অন পপুলেশন অ্যান্ড ডেভেলপমেন্ট-আইসিপিডির ২৫ বছর পূর্তির বিষয়টিও কানেমের আলোচনায় গুরুত্ব পাবে। এছাড়া বৈঠকে বাংলাদেশের মাতৃস্বাস্থ্য, পরিবার পরিকল্পনা, বয়ঃসন্ধিকাল ও তারুণ্য, লিঙ্গ সমতা এবং জনসংখ্যা সমস্যার ওপর আলোচনা করবেন।

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনকালে ইউএনএফপিএর অনুদানে পরিচালিত প্রজনন স্বাস্থ্যকেন্দ্র ও নারীবান্ধব কেন্দ্রগুলোতে নারী ও মেয়ের শিশুদের সঙ্গেও কথা বলবেন কানেম।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here