বাংলাদেশে অবাধ গণতান্ত্রিক নির্বাচন চায় যুক্তরাজ্য’

0
351

খবর৭১: যুক্তরাজ্য বাংলাদেশে মুক্ত-অবাধ-গণতান্ত্রিক নির্বাচন দেখতে চায় বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন।

শুক্রবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশ ও যুক্তরাজ্য পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে দ্বিপক্ষীয় বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি জানান, বাংলাদেশে মুক্ত, অবাধ ও গণতান্ত্রিক নির্বাচন দেখতে চায় যুক্তরাজ্য। একইসঙ্গে স্বাধীন সংবাদ মাধ্যম প্রত্যাশা করে তারা।

বাংলাদেশের পক্ষে বৈঠকে নেতৃত্ব দেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ও যুক্তরাজ্যের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন।

বরিস জনসন বলেন, ‘বাংলাদেশ গত কয়েক দশকের মধ্যে একটি বড় মানবিক সংকটে রোহিঙ্গাদের জরুরি আশ্রয় দিয়ে উজ্জল দৃষ্টান্ত স্থাপন করেছে। রোহিঙ্গাদের তাদের দেশে মর্যাদার সঙ্গে প্রত্যাবর্তন ও স্থায়ীভাবে বসবাস করানো এখন গোটা বিশ্বের জন্যই চ্যালেঞ্জ।’

রোহিঙ্গাদের দেখতে শনিবার তিনি কক্সবাজার যাবেন বলে জানান। রোহিঙ্গাদের বিষয়ে কথা বলতে তিনি মিয়ানমারেও যাবেন বলে সাংবাদিকদের জানান।

দুই দিনের সফরে যুক্তরাজ্যের বরিস জনসন শুক্রবার বিকালে ঢাকায় আসেন।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here