বাংলাদেশের লক্ষ্য ১৪৬

0
249
১৪৬ রানের লক্ষ্য পেলো বাংলাদেশ

খবর ৭১ঃ তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশকে ১৪৬ রানের টার্গেট দিল আফগানিস্তান।

দেরাদুনে তৃতীয় ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে  ১৪৫ রান সংগ্রহ করে আফগানরা।

ইনিংসের প্রথম ওভারে বল করতে এসে মিরাজ করেন ব্যয়বহুল ওভার। এক ওভারেই দেন ১৮ রান। আফগান দুই ওপেনারের মোহাম্মদ শাহাজাদ এক প্রান্তে দ্রুত রান তুললেও আরেক প্রান্তে উসমান গনি খেলেন ধীর গতিতে। শাহাজাদের ব্যাটে আসে ২২ বলে ২৬ রান আর গনি করেন ২৬ বলে ১৯ রান।

দুই নম্বরে ব্যাট করতে আসা আফগান অধিনায়ক আজগর স্টানিকজাই খেলেন ১৭ বলে ২৭ রানের ইনিংস। মাঝে সাকিব কিছুটা নিয়ন্ত্রিত বোলিং করলেও বাকিরা রান দেন দু’হাত ভরে। সামিউল্লাহ শেনওয়ারি করেন ২৫ বলে অপরাজিত ৩১ রান। মিডল অর্ডারে নাজিবুল্লাহ জার্দান খেলেন ১৫ বলে ১৬ রান।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২ উইকেট করে নেন আবু জায়েদ ও নাজমুল হাসান। এক উইকেট করে নেন সাকিব আল হাসান ও আরিফুল হক।

এর আগে দুই ম্যাচ হেরে সিরিজ হারিয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচে ৪৫ রানে জেতে আফগানিস্তান। দ্বিতীয় ৬ উইকেটের জয় তুলে নিয়ে সিরিজ জয় নিশ্চিত করে আসগর স্ট্যানিকজাইয়ের দল। আজকের ম্যাচটা জিতলেই বাংলাদেশকে হোয়াইটওয়াশ করবে আফগানিস্তান। ৩-০ ব্যবধানে সিরিজ হার এড়াতে এই ম্যাচটি জিততেই হবে বাংলাদেশকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here