বাংলাদেশের রাজকোষ চুরি, ফিলিপাইনে ৬ কর্মকর্তার বিচার স্থগিতই আছে

0
257

খবর ৭১: বাংলাদেশের রাজকোষ চুরির দায়ে ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকের (আরসিবিসি) শাখা ম্যানেজার মাইয়া দিগুইতোর জেল দিয়েছে আদালত। এ মামলায় অভিযুক্ত ওই ব্যাংকের অন্য ৬ কর্মকর্তার বিরুদ্ধে মামলা স্থগিত রয়েছে। তারা হলেন আরসিবিসির সাবেক কোষাধ্যক্ষ রাউল ভিক্টর তান, রিটেইল ব্যাংকিংয়ে জাতীয় সেলস বিষয়ক পরিচালক ইসমাইল রিয়েস, রিটেইল ব্যাংকিংয়ের আঞ্চলিক বিক্রয় বিষয়ক পরিচালক ব্রিজিত ক্যাপিনা, সেলস ডাইরেক্টার নেস্তর পিনেদা, জুপিটার বিজনেস সেন্টারের কাস্টমার সার্ভিস প্রধান আগারাডো এবং জুপিটার বিজনেস সেন্টারের কাস্টমার রিলেশন বিষয়ক সিনিয়র কর্মকর্তা অ্যানজেলা রুথ টোরেস। প্রসিকিউটর জেনারেল রিচার্ড অ্যান্থনি ফেডুলন বলেছেন, তাদের বিষয়টি সমাধান করা হবে দেশে আইন মন্ত্রণালয়ের অধীনে। এর আগে প্রাথমিক যে তদন্ত হয়েছে সে বিষয়ে কোনো ব্যবস্থা এখনো নেয়া হয়নি। এ খবর দিয়েছে অনলাইন ম্যানিলা টাইমস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here