বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না ভারত: শ্রিংলা

0
213

খবর৭১ঃজাতীয় সংসদ নির্বাচনসহ অভ্যন্তরীণ কোনো বিষয়ে হস্তক্ষেপ করবে না ভারত বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা।

শুক্রবার দুপুরে চাঁদপুরের ফরক্কাবাদ ডিগ্রি কলেজে ভারতীয় অর্থায়নে মহাত্মা গান্ধী মিলনায়তন উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

এটি ভারতের কোনো নির্বাচন নয় উল্লেখ করে ভারতীয় হাইকমিশনার বলেন, বাংলাদেশে উন্নয়নের নানা ক্ষেত্রে পরিবর্তন হচ্ছে। ভারত সবসময় বাংলাদেশের বন্ধুপ্রতিম দেশ। সে হিসেবে যে কোনো ক্ষেত্রে বাংলাদেশের পাশে থাকবে ভারত।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের প্রতিষ্ঠাতা আওয়ামী লীগের কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী।

এ সময় বক্তব্য দেন চাঁদপুর-৪ আসনের সংসদ সদস্য শামছুল হক ভুইয়া, চাঁদপুর পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, জেলা পরিষদ চেয়ারম্যান ওচমান গনি পাটোয়ারী প্রমুখ।

ভারতীয় হাইকমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি।
খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here