বহিস্কার হতে পারেন ট্রাম্পের নিরাপত্তা উপদেষ্টা

0
281

খবর ৭১ঃ যুক্তরাষ্ট্রে বহিস্কারের তালিকায় আরেকটি নাম যুক্ত হতে চলেছে। এবারের শিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এইচআর ম্যাকমাস্টার। ইতিমধ্যেই প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প তাকে বহিস্কার করার সিদ্ধান্ত চুড়ান্ত করেছেন। ওয়াশিংটন পোস্টের উদ্ধৃতি দিয়ে এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। খবরে বলা হয়, ট্রাম্প ম্যাকমাস্টারের ভালো বিকল্প খুঁজছেন। তবে নতুন উত্তরসূরী নির্বাচিত না হওয়া পর্যন্ত তাকে সময় দেবেন। এছাড়া ট্রাম্প তাকে অপমানজনক পরিস্থিতির সম্মুখীন করতে চান না। তবে হোয়াইট হাউজের মুখপাত্র সারাহ স্যান্ডার্স বলেছেন, জাতীয় নিরাপত্তা পরিষদে কোন পরিবর্তন আনা হয় নি। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াইট হাউজের কেউ কেউ ‘ফোর-স্টার’ র‌্যাঙ্কে পদোন্নতি পাওয়ার পূর্বে বা অন্য স্বস্তিদায়ক দায়িত্ব না দিয়ে ম্যাকমাস্টারকে সরিয়ে দেয়ার পক্ষপাতি না। আর ট্রাম্প ম্যাকমাস্টারকে অপমানজনক পরিস্থিতির সম্মুখীন করতে চান না, তার মানে এই না যে ট্রাম্প তাকে অধিক গুরুত্ব দিচ্ছেন। দু’দিন আগে কোন সতর্ক বার্তা ছাড়া নিজের পররাষ্ট্রমন্ত্রীকেই বরখাস্ত করেছেন ট্রাম্প। তাও আবার টুইটারে ঘোষণা দিয়ে। মার্কিন প্রশাসনের এক কর্মকর্তা বলেন, বরখাস্তের ঘোষণার পূর্বে টিলারসনের সঙ্গে কোন আলোচনা করেননি ট্রাম্প। বরখাস্তের কারণও তাকে জানানো হয় নি।

খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here