বহিরাগত নিষিদ্ধসহ ৪দফা দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

0
213

ইবি প্রতিনিধিঃ
বিভাগীয় শিক্ষককে লাঞ্ছিতের প্রতিবাদে ক্যাম্পাসের অভ্যন্তরে বহিরাগত চলাচল নিষিদ্ধসহ ৪দফা দাবিতে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থীরা। শনিবার সকাল সাড়ে ১১ টার দিকে ক্যাম্পাসস্থ অনুষদ ভবনের সামনে এ মানববন্ধন করে তারা। শিক্ষার্থীদের অন্যান্য দাবিগুলো হলো, লাঞ্ছিতকারী মিরুকে স্থায়ীভাবে বরখাস্ত, পলাতকদের গ্রেফতার ও ভবিষ্যতে এরুপ ঘটনার পুনরাবৃত্তি রোধে পদক্ষেপ গ্রহণ।

জানা যায়, গত ১২ ডিসেম্বর (বুধবার) বিকেলে ডরমেটরি ভবনের নিজ কক্ষে (৪০৯নং) ড. এমতাজ হোসেন শারিরীকভাবে লাঞ্ছিত হয়। জিয়া পরিষদের কুষ্টিয়া জেলা শাখার আহবায়ক কমিটি অনুমোদনের জের ধরে বিশ্বাবদ্যালয়ের সংস্থাপন শাখার উপ-রেজিষ্টার মানজারে আলম মিরু তাঁকে লাঞ্ছিত করেন। এসময় মিরুর সাথে ছিলেন অনিয়মিত কর্মচারি নুরুজ্জামান ও বহিরাগত আলী কদর। সেই ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছে ভুক্তভোগী শিক্ষকের বিভাগের শিক্ষার্থীরা। এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করে উপাচার্য বরাবর স্মারকলিপিও প্রদান করে তারা।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here