বসন্ত উৎসবে মেতেছে চুয়াডাঙ্গার মানুষ

0
385

খবর৭১:হাফিজুর রহমান কাজল, চুয়াডাঙ্গা প্রতিনিধি : অনিন্দা সুন্দর মিষ্টি হিমেল মলয়।শীতঋতু সেজেছে বিদায় সাজ। প্রকৃতিতে লেগেছে রঙ আর প্রানের
প্রাণের রকমারি ছোঁয়া। হাজা­রো বাহারি ফুলে ভরে উঠেছে প্রকৃতি। নাগরিক জীবনেও লেগেছে ফাগুনের মাতাল হাওয়ার সি্ন্গধ স্পর্শ। আজ পহেলা
ফাল্গুন। সূর্য ওঠার সাথেই উঠেছে হেসে ঋতু­রাজ বসন্ত।ভালোবাসার এই বসন্তকে উদযাপন করতে চুয়াডা­ঙ্গা।জুড়ে তাই নানা আয়োজন। বসন্তের প্রথম দিনে জেলাবাসী মেতে উঠেছে বসন্ত বরণে।

বসন্তকে বরন করতে সকাল থেকে আবাল- বৃদ্ধ-বনিতা বিভিন্ন বয়সী ছেলে -মেয়েরা বিচ্ছিন্নভাবে নানা আয়োজনে ব্যস্ত থাকলেও বিকালে জেলা
প্রশাসনের আয়োজনে দৃ­ষ্টিনন্দন শোভাযাত্রায় যোগ দেয় তারা।

জেলা প্রশাসনের কার্­যালয় থেকে বের হওয়া গোটা শোভাযাত্রা জুড়েই যেন লেগেছিল হলুদ রঙয়ের ছোঁয়া। নারীরা নিজেদের বসন্তের সাজে সাজাতে খোপায়-গলায়-মাথায় পরেছে গাঁদা ফুলের
মালা। হাতে রেশমি চু­ড়ি আর পরনে বাসন্তী রঙের আর ঢঙের শাড়ি। বসন্ত উপলক্ষে পুরুষদের পর­নেও শোভা পাচ্ছে রঙিন পাঞ্জাবি, ফতুয়া। সব
মিলিয়ে প্রকৃতি আর মানুষ বসন্তের আমেজে মিলেমিশে একাকার হয়ে গেছে। শোভাযাত্রায় যোগদেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ
সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন, জে­লা প্রশাসক গোপাল চন্দ্র দাস, পুলিশ সুপার মাহবুবুর রহমানসহ বিভিন্ন সরকারী দফতরের প্রধানরা।

শোভাযাত্রা শেষে চুয়­াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের টেনিস গ্রাউন্ডে বসন্ত উৎসব উদযাপন পরিষদ আয়োজন করে বসন্ত উৎসবের। উৎসবের শুরুতেই বসন্তের গান পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠ­নিকতা। পরে চুয়াডাঙ্গা র বিভিন্ন
সাংস্কৃতিক সংগঠন ও বরেণ্য শিল্পীদের নানা পরিবেশনায় মুখরিত হয় টেনিস গ্রাউন্ড চত্বর। চলে রাত পর্যন্ত একই সাথে চলে পিঠা-পুলির রকমারি আয়োজন। এভাবে নানা সাজে , নানা আয়োজনে বরণ করে নেয়া হয় বসন্তকে।
খবর৭১/জি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here