বর-কনে বহনে বিশ্ববিদ্যালয়ের গাড়ি!

0
577

ইবি প্রতিনিধিঃ
চালকের ভাগ্নের বিয়েতে বর-কনে বহনের জন্য ইসলামী বিশ্ববিদ্যালয়ের গাড়ি ব্যবহারের খবর পাওয়া গেছে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ হলে শিক্ষার্থীদের মাঝে ব্যপক তোলপাড় শুরু হয়।

জানা যায়, ইসলামী বিশ্ববিদ্যালয়ের নিজস্ব কুষ্টিয়া গ-১১০০১৩ প্রাইভেট কারটি বিশ্ববিদ্যালয়ের পরিবহন অফিসের কর্মকর্তা মওদুদ আহমেদ পরাগের নামে রিকুইজিশন (শর্ত সাপেক্ষ ভাড়া প্রদান) দেয় পরিবহন প্রশাসন। প্রাইভেট কারটি কুষ্টিয়ার কাস্টম মোড় থেকে একই জেলার মশান মোড় পর্যন্ত রিকুইজিশন দেয়া হয়।

তবে গাড়িটি পরাগের নামে রিকুইজিশন দেয়া হলেও গাড়িটি ব্যবহৃত হয় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমানের ব্যবহৃত গাড়ির চালক প্রল্লাদের ভাগ্নের বিয়েতে। জানা যায়, কেবল মাত্র শিক্ষক কর্মকর্তারাই বিশ্ববিদ্যালয়ের গাড়ি রিকুইজিশনে নিতে পারেন।

তাই নিজের ভাগ্নের বিয়ের বর কনে বহনের জন্য ড্রাইভার প্রল্লাদ ওই অফিসের কর্মকর্তা মওদুদ আহমেদ পরাগের নামে রিকুইজিশনে নেয়। শুক্রবার (৩১ আগস্ট) দুপুর একটার দিকে প্রাইভেট কারটি কাস্টম মোড় থেকে মশান মোড়ে যায়।

বিশ্ববিদ্যালয়ের লগো ব্যবহার করা বিয়ের সাজে সজ্জিত প্রাইভেট কারটি কাস্টম মোড় অতিক্রম করার সময় চোখে পরে এক শিক্ষার্থীর। এসময় ওই শিক্ষার্থী প্রাইভেট কারের চালকের কাছে জানতে চাইলে চালক বলেন, গাড়িটি ভাড়া নেয়া হয়েছে। চালক এর থেকে বেশি কিছু জানেন না বলে জানায় ওই শিক্ষার্থী।

এদিকে বেলা দুইটার দিকে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর ফেসবুকে নিজের টাইমলাইনে প্রাউভেট কারটির ছবিসহ স্ট্যাটাস দেন। বিষয়টি অন্যন্য শিক্ষার্থীদের নজরে আসলে ব্যপক তোলপাড় শুরু হয়। স্ট্যাটাসে শিক্ষার্থীদের মিশ্র প্রতিক্রিয়া সম্মলিত বেশ কিছু কমেন্ট দেখা যায়।
খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here