বর্তমান সরকার শিক্ষকদের ভাগ্যের পরিবর্তনে কাজ করছে: এমপি ওমর ফারুক চৌধুরী

0
604

নিজস্ব প্রতিবেদক গোদাগাড়ী ঃ
বর্তমান সরকার ২৬ হাজার বেসরকারি প্রাইমারী স্কুলকে সরকারি করেছে। আপনাদের বেতন দ্বিগুণ করেছে। আপনাদের ভাগ্যের পরবর্তনে সরকার কাজ করছে। প্রত্যেক উপজেলায় একটি করে স্কুল ও কলেজ সরকারি করার উদ্যেগ গ্রহণ করেছে। আগামীতে এসরকার আরেকবার ক্ষমতায় আসলে আপনাদের সকল দাবিদাওয়া পূরণ করা হবে। গোদাগাড়ী উপজেলা প্রাইমারী স্কুল শিক্ষক ও কর্মচারী পরিবার মিলনমেলায় প্রধান অতিথির বক্তৃতায় এমপি ওমর ফারুক চোধুরী এসব কথা বলেন। রাজশাহীর গোদাগাড়ী উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষক ও কর্মচারীদের নিয়ে মিলনমেলা ও বনভোজনের আয়োজন করা হয়। গতকাল শুক্রবার সকাল ১০টা থেকে সন্ধা ৬টা পর্যন্ত গোদাগাড়ী উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে প্রধান শিক্ষক ও প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সাভিয়ার রহমান সাভুর সভাপত্তিত্বে রাজশাহীর বিজিবি সীমান্ত অবকাশ (পদ্মাপাড়) এলাকায় মিলনমেলায় আরো উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার জাহিদ নেওয়াজ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ( ভারপ্রাপ্ত) নুর নাহার রুমিনা, গোদাগাড়ী মডেল থানার ওসি হিপজুর আলম মুন্সী, গোদাগাড়ী উপজেলা আওয়ামীলীগ সভাপতি বদিউজ্জামান ও সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, গোদাগাড়ী উচ্চ বিদ্যালয় ও কলেজের সাবেক অধ্যক্ষ এনামুল হক, সহকারী শিক্ষক ও গোদাগাড়ী উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শাহজাহান শাহীন প্রমুখ। মিলনমেলায় প্রায় ১২শ শিক্ষক কর্মচারী উপস্থিত হয়। সারাদিন খেলাধুলা, কুইজ প্রতিযোগিতা ও সন্ধায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয়।

খবর ৭১/ ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here