বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে চুয়াডাঙ্গায় উন্নয়ন ও সাংস্কৃতিক মেলার উদ্ভোদন

0
357

 

প্রতিনিধি চুয়াডাঙ্গা (১১-০১-১৮):” উন্নয়নের রোল মডেল শেখ হাসিনার বাংলাদেশ ” শ্লোগানে চুয়াডাঙ্গায় ৩দিন ব্যাপী উন্নয়ন ও সপ্তাহব্যাপী সাংস্কৃতিক মেলার ্উদ্ধোধন করা হয়েছে। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে মেলা প্রাঙ্গন টাউন ফুটবল মাঠে গিয়ে শেষ হয়। সেখানে ফিতা কেটে বেলুন উড়িয়ে মেলার উদ্ধোধন করেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব আলমগীর ।
পরে মেলা মঞ্চে এমডিজি অর্জন এবং এসডিজি প্রস্তুতি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। মেলায় সরকারি ও বেসরকারি পর্যায়ে বিভিন্ন ধরনের ৯১ টি স্টল স্থান পেয়েছে। ৩দিন ব্যাপী উন্নয়ন মেলা প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মেলা খোলা থাকবে। এছাড়া সপ্তাহব্যাপী প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে সাংস্কৃতিক উৎসব। মেলার মাঠকে সাজানো হয়েছে রঙ্গীন সাজে।

খবর ৭১/ ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here