বরগুনায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ২ জলদস্যু নিহত

0
356

খবর ৭১ঃ বরগুনার পাথরঘাটা উপজেলায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ হাসান বাহিনীর সেকেন্ড ইন কমান্ডসহ দুই জলদস্যু নিহত হয়েছেন। সোমবার (৫ মার্চ) ভোর ৫টার দিকে বরগুনার পাথরঘাটার বলেশ্বর নদীর মাঝেরচর (বিহঙ্গ) নামক স্থানে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থল থেকে বিপুল পরিমান গোলাবারুদ ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।

বরিশাল র‌্যাব-৮ এর উইং কমান্ডার মো. হাসান ইমন আল রাজিব বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন, জলদস্যু দল ‘হাসান বাহিনীর সদস্য’ আতাউর (৩৫) ও রবিউল মাঝি। তাদের বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলায়।

এ বিষয়ে বরিশাল র‌্যাব-৮ এর উইং কমান্ডার মো. ইমন আল রাজিব বলেন, ভোরে জলদস্যু হাসান বাহিনীর সদস্যরা মাঝেরচরে অবস্থান করছিল। পরে র‌্যাবের একটি দল সেখানে অভিযানে গেলে হাসান বাহিনীর সদস্যরা র‌্যাবের দিকে গুলি ছোড়ে। র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে। প্রায় আধাঘণ্টা পর তারা পালিয়ে গেলে সেখানে তল্লাশি চালিয়ে দুইজনের মরদেহ এবং অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে দুটি কাটা রাইফেল, চারটি পাইপগান ও বিভিন্ন ধরনের বন্দুকের ৩৮ রাউন্ড গুলি রয়েছে।

খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here