বন্ধের নির্দেশের পরও সড়কে সুপ্রভাত বাস

0
300

খবর ৭১ঃ সুপ্রভাত বাসের চাপায় এক শিক্ষার্থী নিহতের ঘটনায় ওই পরিবহনের সব বাস চলাচল বন্ধের ঘোষণা দিয়েছিলেন উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। তবে ওই নির্দেশের তোয়াক্কা না করে মঙ্গলবার(১৯ মার্চ) বিকেল ও রাতে সুপ্রভাত পরিবহনের বেশ কয়েকটি বাসকে প্রগতী সরণি দিয়ে চলাচল করতে দেখা যায়।
তবে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির পক্ষ থেকেও জানানো হয়, বাসটিকে বন্ধ করে দেওয়ার যে সিদ্ধান্ত হয়েছে, তারা একমত।
এদিকে সুপ্রভাত পরিবহণের সেই বাস‌টির নিবন্ধন বা‌তিল ক‌রেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। গাড়িটি আর সড়‌কে চল‌তে পার‌বে না। তবে ওই নির্দেশেরও পর চলছে সুপ্রভাত পরিবহনের বাস।
প্রসঙ্গত, রাজধানীর নর্দ্দা এলাকায় মঙ্গলবার (১৯ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে বাসচাপায় আবরার আহমেদ চৌধুরী (২৪) নামে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) এক শিক্ষার্থী নিহত হন। যমুনা ফিউচার পার্কের সামনে সুপ্রভাত নামের একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এই ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here