বঙ্গোপসাগরে ট্রলার ডুবি : ১৬ জেলে উদ্ধার, নিখোঁজ ১

0
212

বরগুনা প্রতিনিধিঃ ঝড়ের কবলে পড়ে বঙ্গোপসাগরে একটি মাছ ধরার ট্রলার ডুবে ১৭ জেলে নিখোঁজের ঘটনায় ১৬ জেলেকে উদ্ধার করা হয়েছে। ট্রলার ডুবির ঘটনায় এখন পর্যন্ত এক জেলে নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে বরগুনা জেলা ট্রলার মালিক সমিতি।

শনিবার সকাল নয়টার দিকে সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগরের নারকেলবাড়িয়া এলাকায় এ ট্রলার ডুবির ঘটনা ঘটে। তবে নিখোঁজ জেলের নাম এবং পরিচয় জানা না গেলেও তিনি ওই ট্রলারের বাবুর্চি ছিলেন বলে জানা গেছে।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি মোঃ গোলাম মোস্তফা চৌধুরী বলেন, সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগরের নারকেলবাড়িয়া এলাকায় মাছ ধরার সময় ঝড়ের কবলে পড়ে এফবি তরিকুল-১ নামের একটি মাছ ধরার ট্রলার ডুবে যায়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে একাধিক মাছ ধরার ট্রলার উদ্ধারাভিযান চালায়।

এসময় উদ্ধারাভিযানে অংশ নেয়া জেলার ডুবে যাওয়া ট্রলারের ১৭ জেলের মধ্যে ১৬ জেলেকে উদ্ধার করলেও ১ জেলে এখনো নিখোঁজ রয়েছেন। নিখোঁজ জেলের সন্ধানে এখনো উদ্ধারাভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here