বঙ্গবন্ধু সেতুর টোল সিস্টেম অচল: ১০ কি.মি. যানজট

0
408

খবর৭১ঃটাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতুপূর্ব ও পশ্চিমে সিস্টেম অচল হওয়ার কারণে উভয়পাশে টোল আদায় বন্ধ রয়েছে। এর ফলে প্রায় ১০ কিলোমিটার পর্যন্ত যানজটের সৃষ্টি হয়েছে।

রোববার সকাল ১০টা থেকে দুপুর দেড়টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত সেতুতে সকল ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।

এদিকে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (বিবিএ) কর্তৃপক্ষ টোল আদায়ের নিয়োজিত থাকলেও পূর্বের ঠিকাদারী প্রতিষ্ঠান কমিউটার সিস্টেম নেটওয়ার্ক (সিএনএস) এর সিস্টেম দিয়ে সেতুতে টোল আদায় করা হচ্ছে।

বঙ্গবন্ধু সেতুপূর্ব থানা ওসি মোশারফ হোসেন জানান, সেতুতে টোল আদায়ের সিস্টেম অচল হয়ে পড়ার কারণে উভয় পাশে টোল আদায় বন্ধ হয়ে যায়। এতে সেতুর দুইপাশেই প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে পরিবহনের দীর্ঘ সারি রয়েছে।

বিবিএর বঙ্গবন্ধু সেতু সাইটের তত্ত্বাবধায়ক প্রকৌশলী তোফাজ্জল হোসেন জানান, হঠাৎ করে সেতুতে সিস্টেম ক্রুটি দেখা দেয়ায় সেতুর উভয়পাশে টোল আদায় বন্ধ হয়ে যায়। তবে সেতুতে ভিন্ন সিস্টেমে টোল আদায়ের নির্দেশ দেয়া হয়েছে। খুব দ্রুতই ম্যানুয়াল সিস্টেমে সেতুতে টোল আদায় শুরু হবে।
খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here