বঙ্গবন্ধু বাঙ্গালির জন্য জীবন বিসর্জন দিয়েছেন

0
190

আসাদুল ইসলাম সবুজ, লালমনিরহাট প্রতিনিধিঃ
সমাজ কল্যান প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, বাঙ্গালি জাতির সার্বিক উন্নতির জন্য বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান পাকিস্তানী হানাদার বাহিনীর অনেক অত্যাচার    জেলে নির্মম নির্যাতন সহায় করেছেন। বঙ্গবন্ধু বাঙ্গালির জন্য জিবন বিসর্জন দিয়েছেন।

বৃহস্পতিবার (৪ অক্টোবর) দুপুরে লালমনিরহাটের আদিতমারী উপজেলার উন্নয়ন মেলার উদ্বোধনীক্ষণে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, পাকিস্তানীরা অত্যাচার করলেও বঙ্গবন্ধুকে হত্যা করেনি । কিন্তু দেশের স্বাধীনতা বিরুধীরা তাকে হত্যা করে মুক্তিযুদ্ধের ইতিহাসকে কলংকিত করেছেন। সেই ঘাতকদের তারই কন্যা শেখ হাসিনা বঙ্গবন্ধুর খুনিদের বিচার করে ইতিহাসকে কলংক মোচন করেছেন।
প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ দেশের উন্নয়নের চিত্র তুলে ধরে বলেন, আগে বিদেশীরা বাংলাদেশকে গরিব ও সাহায্য গ্রহনকারী দেশ হিসেবে চিনত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেত্বত্বে সেই আভাবি দেশটি আজ উন্নয়নের চরম শিখরে দাঁড়িয়েছে। এমন কোন সেক্টর নেই যেখানে উন্নয়ন হয়নি। সেই অভূতপূর্ব উন্নয়ন দেখতে দেশী বিদেশীরা আজ উন্নয়ন মেলায়         আসছেন।
আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আদিতমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান আইয়ুব আলী, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি তাহির তাহু, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাপ্টিবাড়ি ইউপি চেয়ারম্যান রফিকুল আলম, চলবলা ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিজু, ভাদাই ইউপি চেয়ারম্যান রোকন উদ্দিন রোকন প্রমুখ।
খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here