বঙ্গবন্ধু-প্রধানমন্ত্রীকে কটূক্তি: ২ আসামির জামিন বাতিল

0
322

খবর৭১: খিলগাঁওয়ে মাদকবিরোধী অভিযানে প্রিজন ভ্যানে বসে ফেসবুক লাইভের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তির দায়ে করা তথ্যপ্রযুক্তি আইনের মামলায় ২ আসামির জামিন নামঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (১৯ জুন) ঢাকা মহানগর হাকিম সুব্রত ঘোষ শুভ এ আদেশ দেন। অভিযুক্ত আসামিরা হলেন- মেহেদী হাছান ওরফে আলামিন (২৩) ও শামীম চৌধুরী (২৪)।

আসামিপক্ষে জামিন শুনানি করেন মো. শাহাবুদ্দিন। রাষ্ট্রপক্ষে এর বিরোধিতা করেন সবুজবাগ থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) মো. মুকুল। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুরের আদেশ দেন।

এর আগে চলতি মাসের ১১ জুন এ দুই আসামির দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে ১৪ জুন আসামিদের কারাগারে পাঠিয়ে জামিন শুনানির জন্য মঙ্গলবার দিন ঠিক করে দেন আদালত।

রাজধানীর খিলগাঁও থেকে মাদকবিরোধী অভিযানে আটক হন আলামিন ও শামীম। আটকের পর তাদের প্রিজন ভ্যানে তোলা হলে তারা ফেসবুকে লাইভে এসে নিজেদের নির্দোষ দাবি করেন। এরপর যাচাই-বাছাই করে মাদকের সঙ্গে সংশ্লিষ্টতা না পেয়ে তাদের ছেড়ে দেয়া হয়।

ওই লাইভ ভিডিওতে হুমকি ও কটূক্তির অভিযোগে পুলিশের সাইবার ক্রাইম ইউনিট এ দু’জনকে আবারও গ্রেফতার করে।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here