বগুড়া নসরতপুর বহুমূখী বিদ্যালয়ের ৭৪ বছর পূর্তির ঈদ পুনর্মিলনী

0
495

দুপচাঁচিয়া(বগুড়া)সংবাদদাতাঃ
৭৪ বছর পূর্তি উপলক্ষ্যে ‘ শ্রদ্ধা ঐক্য ভালবাসার জয় সব সময়’ এই গানে বগুড়া জেলার আদমদিঘী উপজেলার নসরতপুর বহুমূূখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে রবিবার সকাল ১০ টায় আনন্দ শোভাযাত্রা বের হয়।

বেলা ১১ টায় আতাউর রহমান মিলনের পরিচালনায় সকালের অধিবেশনে সভাপত্বিত করেন বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও প্রধান শিক্ষক জসীম উদ্দীন আহম্মেদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- আদমদিঘী উপজেলা চেয়ারম্যান আব্দুল মুহিত তালুকদার, বগুড়া জজ কোর্টের সাবেক বিশেষ পি.পি এ্যাড: তবিবুর রহমান তবি,অনুষ্ঠানের আহŸায়ক আব্দুর রাজ্জাক আজাদ , সিনিয়র যুগ্ম-আহŸায়ক আব্দুস ছালাম প্রমূখ।

সাবেক শিক্ষার্থীদের মধ্যে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অধ্যাপক মোজাফফর আলী, আব্দুল মান্নান সরদার, ফল বিজ্ঞানী ড. আলীম উদ্দিন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের চেয়ারম্যান ড. সুমন চন্দ্র মোহন্ত, বিজ্ঞানী ড: সুজাউল ইসলাম, ড. সনজিৎ কুমার বর্মন, এ্যাড: এনামুল হক এনাম, প্রধান শিক্ষক লুৎফর রহমান, সিদ্দিকুর রহমান, হায়দার আলী, মোতানাব্বির রহমান প্রমূখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন,‘ এ ধরনের অনুষ্ঠান বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের মধ্যে ভালবাসা ও মৈত্রীর সেতুবন্ধন রচনা করে। এসময় প্রাক্তন শিক্ষার্থীরা তাদের স্মৃতি চারণ করেন।’

বিকেলের অধিবেশনে সোলায়মান আলী বি.এসসির সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদমদিঘী উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম খাঁন, বিশেষ অতিথি ছিলেন, নসরতপুর ইউ পি চেয়ারম্যান শামছুল খন্দকার, জেলা পরিষদ সদস্য জাহিদুর বারী। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান র‌্যাফেল ড্র হয়।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here