বগুড়া জেলার সকল পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতির শেষ দিন দুপচাঁচিয়া পৌরসভায় পালিত

0
378

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ
দেশের সকল পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ও পেনশন সহ অন্যান্য সুযোগ সুবিধা রাষ্ট্রীয় কোষাগার হতে প্রদানের দাবীতে পৌরসভা সার্ভিস এ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির আহবানে বগুড়া জেলার সকল পৌরসভা সার্ভিস এ্যাসোসিয়েশনের অংশ গ্রহনে বগুড়া জেলা কমিটির আয়োজনে ৭২ঘণ্টা কর্মবিরতির শেষ দিন গতকাল মঙ্গলবার দুপচাঁচিয়া পৌরসভায় পালিত হয়েছে। এ উপলক্ষে এদিন সকালে দুপচাঁচিয়া পৌরসভা চত্বরে দুপচাঁচিয়া পৌরসভা সার্ভিস এ্যাসোসিয়েশনের সভাপতি মফিজ উদ্দিনের সভাপতিত্বে ও বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক একেএম আকিল আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা কমিটির উপদেষ্টা আবু হেনা মোস্তফা কামাল, আবু জাফর মো. রেজা, সিনিয়র সহসভাপতি কার্তিক চন্দ্র দাস, সহসভাপতি মিজানুর রহমান, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, সাখাওয়াত হোসেন রতন, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির, শাহীনুর ইসলাম, অর্থ সম্পাদক মামুনুর রশিদ, প্রচার সম্পাদক কাজী রবিউল, বিভিন্ন পৌরসভার পক্ষে কুয়েল হাসান, হারুনুর রশিদ শফি কামাল, মিজানুর রহমান, রুহুল আমিন রাজু, চন্দন কুমার বসাক, মোস্তফা কামাল, মাহমুদুল হাসান খান, মাহমুদ হোসেন খান ফুয়াদ প্রমুখ। সমাবেশে বক্তারা স্থানীয় সরকার বিভাগের অন্যান্য প্রতিষ্ঠানের ন্যায় দেশের সকল পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ও পেনশন সরকারি কোষাগার থেকে প্রদানের দাবী জানান।
খবর ৭১/ ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here