বগুড়া থেকে অপহৃত শিশু বিরামপুর উদ্ধার; আটক ১

0
449
বগুড়া থেকে অপহৃত শিশু বিরামপুর উদ্ধার
অপহৃত শিশু রানী খাতুন (৬)। ছবিঃ মোঃ আবু সাঈদ, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি।

খবর৭১ঃ

মোঃ আবু সাঈদ, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ বগুড়া থেকে অপহৃত শিশু রানী খাতুন (৬) ৯ মাস পর বিরামপুর থেকে উদ্ধার। ঘটনায় সন্দেহে অপহরনকারী এক মহিলাকে আটক করেছে পুলিশ। অপহৃত শিশুর বাবা রানা, মা লিপি বেগম, জানান, ২০১৮ সালের ডিসেম্বর মাসের এক তারিখে বাড়ি পার্শ্বে খেলতে গিয়ে রানী হারিয়ে যায়। বাবা স্থানীয় থানায় লিখিত ডায়েরী করেন। ২৪ আগস্ট শনিবার সকালে দিনাজপুরের বিরামপুর কলেজ বাজার পেট্রোল পাম্পের সামনে রানী খাতুন কাঁন্নারত অবস্থায় ছুটাছুটি করলে, শিমুলতলি মহল্লার সেলিম ড্রাইভার শিশুটি সাথে কথা বললে শিশুটি তাকে জড়িয়ে ধরে। এমন অবস্থায় সেলিম ফোনে বিরামপুর থানায় জানালে পুলিশ ঘটনা স্থলে এসে শিশুটিকে উদ্ধার করে ড্রাইভার সেলিমর জিম্মা দিয়ে যায়। বিষয়টি ফেইসবুকে ছড়িয়ে পড়লে ২৫ আগস্ট রবিবার বগুড়া সদরের জয়পুর পশ্চিম পাড়ার এলাকার শিশুটির বাবা রানা, মা লিপি বেগম ও মামা রায়হান আলি বিরামপুর থানায় এসে রানীকে সনাক্ত করেন। পুলিশ অপহরন ঘটনার সাথে জড়িত সন্দেহে বিরামপুর কলাবাগান এলাকার জনৈক রোহিনী সরকার নামে এক মহিলাকে আটক করেছেন। এ বিষয়ে বিরামপুর থানার ওসি তদন্ত সোহেল রানা অপহৃত শিশু উদ্ধার ও এক জন আটকের সত্যতা নিশ্চিত করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here