বকেয়া পাওনা ও পেনশনের দাবীতে ঠাকুরগাঁও সুগার মিলে শ্রমিকদের মানববন্ধন

0
377
বকেয়া পাওনা ও পেনশনের দাবীতে ঠাকুরগাঁও সুগার মিলে শ্রমিকদের মানববন্ধন

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সুগার মিলে কর্মচারীদের ৩ মাসের বকেয়া বেতন ও অবসরপ্রাপ্ত কর্মচারীদের অবসরজনিত বকেয়া পাওনার দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

ঠাকুরগাঁও সুগার মিল শ্রমিক কর্মচারী ইউনিয়নের আয়োজনে রোববার দুপুরে সুগার মিল চত্তরে এ মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

ঠাকুরগাঁও চিনি কল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মোঃ উজ্জ্বল হোসেন এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক এনায়েত আলী উলুব্বী, সাংগঠনিক সম্পাদক মোঃ খালেকুজ্জামান রেজা। শ্রমিকদের মধ্যে বক্তব্য রাখেন সাইফুল ইসলাম নবাব ও আব্দুস সামাদ। এসময় মিলের অন্যান্য কর্মচারীরা মানববন্ধনে উপস্থিত ছিলেন।

বক্তারা তাদের ৩ মাসের বকেয়া বেতন, অবসরপ্রাপ্ত শ্রমিকদের পেনসন ভাতা ও আখ চাষিদের বকেয়া পাওনা টাকা পরিশোধ সহ চিনি কলে কর্মরত অসহায় শ্রমিক ও দৈনিক হাজিরা শ্রমিকদের এানের দাবি জানান । তা না হলে কঠর আন্দলনে নামবে বলে জানান তারা।

ঠাকুরগাঁও সুগার মিলের ব্যাবস্থাপনা পরিচালক শাখাওয়াত হোসেন জানান, অবসরপ্রাপ্ত শ্রমিকরা পেনসন ভাতা ও ৩ মাসের বেতন বন্ধ থাকায় তারা মানববন্ধন করেছে। এছাড়াও অবসরপ্রাপ্তদের প্রায় ২ কোটি টাকা বকেয়া রয়েছে । তাদের বকেয়া পাওনা দ্রুত পরিশোধের জন্য আমরা চেষ্টা করছি।

সোহেল পারভেজ
ঠাকুরগাঁও প্রতিনিধি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here