বইটি তিনি এসময় প্রকাশ না করলেও পারতেন

0
286

খবর ৭১ঃ সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার প্রকাশ হওয়া বই ‘অ্যা ব্রোকেন ড্রিম: রুল অব ল’, হিউম্যান রাইটস অ্যান্ড ডেমোক্রেসি’ নিয়ে রাজনৈতিক অঙ্গনসহ সর্বত্র ঝড় উঠেছে। এ ব্যাপারে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গতকাল (বৃহস্পতিবার) এক মতবিনিময় অনুষ্ঠানে কথা বলেছেন। এসকে সিনহার ওই বইয়ের বিষয়ে আজ শুক্রবারও গাজীপুরের ভোগড়া ঢাকা টাঙ্গাইল, ঢাকা ময়মনসিংহ মহাসড়ক উন্নয়ন কাজ পরিদর্শনে এসে বলেছেন, তিনি (এসকে সিনহা) এসময় বইটি প্রকাশ না করলেও পারতেন।
নির্বাচনকে সামনে রেখে এই বইটি কেন প্রকাশ করলেন এমন প্রশ্ন রেখে তিনি মন্তব্য করেন, এর দ্বারা সরকার বিরোধীদের অপপ্রচারকারীদেরকে উসকে দেয়া হয়েছে। রাজনৈতিক সরকার বিরোধীদের অপ্রপ্রচারকারীদের সুবিধার জন্য যদি এসময় বইটি প্রকাশ করে থাকেন তবে আমার মনে হয়, একজন প্রধান বিচারপতি হিসেবে তার দায়িত্বশীলতার বিষয়টি প্রশ্ন থেকে যায়।
ডিজিটাল নিরাপত্তা আইন স্বাধীন সাংবাদিকতার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না বলে মন্তব্য করে সেতুমন্ত্রী বলেন, ডিজিটাল ক্রাইম রোধের জন্য ডিজিটাল নিরাপত্তা আইন করা হয়েছে। ডিজিটাল সিকিউরিটির ব্যবস্থা করা হয়েছে। এতে কারো কোন উদ্বেগ, উৎকণ্ঠার বা আতঙ্কের কারণ নেই। আমরা আশা করি স্বাধীন সাংবাদিকতায় ও স্বাধীন মতপ্রকাশে কোন প্রকার বাঁধা প্রাপ্ত হবেনা, ক্ষতিগ্রস্থ হবে না।

এক প্রশ্নের জবাবে মন্ত্রী ড. কামাল হোসেন বি চৌধুরীর নেতৃত্বাধীন যুক্তফ্রন্টের ঐক্য প্রক্রিয়াকে স্বাগত জানিয়ে বলেন, নির্বাচনকে সামনে রেখে এ ধরনের প্রক্রিয়ায় সরকারের কোনো মাথাব্যথা নেই। আমরা বিশ্বাস করি আওয়ামী লীগ উন্নয়ন ও সুশাসন এর মাধ্যমে শেখ হাসিনা দেশের মানুষের আস্থা অর্জন করেছে। আগামী নির্বাচনে আমরা সোনালী ফসল ঘরে তুলতে সক্ষম হব।
এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র এ্যাডভোকেট মো. জাহাঙ্গীর আলম, সড়ক বিভাগের ঢাকা বিভাগীয় তত্ত্বাবধায়ক প্রকৌশলী সবজ উদ্দিন খান, গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার আরিফুর রহমানসহ উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here